হিল ভয়েস, ০৩ এপ্রিল ২০২০, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডের বিভিন্ন পাহাড়ে বসবাসকারী প্রায় ৮০০ ত্রিপুরা পরিবারের কাছে আজ বুধবার পর্যন্ত সরকারি-বেসরকারি ত্রাণ পৌঁছায়নি। ফলে করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে মানবেতর জীবনযাপন করছে কর্মহীন ত্রিপুরা পরিবারগুলো।
স্থানীয় সূত্র জানায়, সীতাকুন্ডের বারৈয়ারঢারা ইউনিয়নের ছোট দারোগাহাট, সীতাকুন্ড পৌর সদরের মহাদেবপুর, বাঁশবাড়িয়া, কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির ও ছোট কুমিরা, সোনাইছড়ি ইউনিয়নের মধ্য, দক্ষিণ সোনাইছড়ি ও মদনাহাট এলাকায় প্রায় ৮০০ ত্রিপুরা পরিবার আছে। তাদের কয়েকটি পরিবারের সদস্য ছাড়া প্রায় সবাই দিনমজুর।
মধ্য সোনাইছড়ি ত্রিপুরাপাড়ার বাসিন্দা কাঞ্চন ত্রিপুরা বলেন, গত ২৭ মার্চ থেকে তাদের এলাকার লোকজন কর্মহীন হয়ে পড়েছেন। এলাকার মানুষ খাদ্য সংকটে আছেন।
সীতাকুন্ড পৌরসদরের বাসিন্দা সোনালক্ষ্মী ত্রিপুরা বলেন, তাঁরা পাহাড়ে জুম চাষের কাজ করতেন। এখন তাদের কাজ–কর্ম নেই। ত্রাণ নিয়ে এখন পর্যন্ত কেউ আসেননি।
ছোট কুমিরা এলাকার বাসিন্দা হেমা চরণ ত্রিপুরা বলেন, তিনি একটি কারখানায় নিরাপত্তাকর্মীর চাকরি করেন। ফলে তাঁর সংকট নেই। কিন্তু তাদের পাড়ার অন্তত ৫০টি পরিবার একেবারে মানবেতর জীবনযাপন করছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, ত্রিপুরাদের কথা ভাবা হচ্ছে। আপাতত তাদের জন্য ২০০ প্যাকেট করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে দেওয়ার চেষ্টা করা হবে।
সূত্র: প্রথম আলো