হিল ভয়েস, ৬ মার্চ ২০২০, রোয়াংছড়ি: গত ৩ মার্চ ২০২০ রাত প্রায় ১০:০০ টার দিকে বান্দরবান পার্বত্য জেলাধীন রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর ইউনিয়নে কাইন্তারমুখ পাড়া এলাকায় মো: রাকিব ইসলাম (১৯) নামে বহিরাগত এক বাঙালি যুবক কর্তৃক মারমা সম্প্রদায়ের এক জুম্ম কিশোরীকে (১৫) ধর্ষণের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রায় দুই দিন পর ৬ মার্চ ২০২০ দুপুরে পুলিশ কাইন্তারমুখ পাড়া এলাকা থেকে অভিযুক্ত মো: রাকিব ইসলামকে গ্রেফতার করেছে।
জানা গেছে, গত ৩ মার্চ ২০২০ রাত ১০:০০ টার দিকে উক্ত কিশোরী পঞ্চম শ্রেণিতে পড়ুয়া আরেক ছাত্রীকে সঙ্গী হিসেবে নিয়ে বাড়ির নিকটবর্তী শৌচাগারে যায়। এই সময় ওঁৎ পেতে থাকা রাকিব ইসলাম জোরপূর্বক ঐ কিশোরীকে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে কিশোরী চিৎকার করলে আশেপাশের মানুষ ঘটনাস্থলে এগিয়ে আসে এবং রাকিব ইসলামকে হাতেনাতে ধরে ফেলে। পরে গ্রামের কার্বারীর নেতৃত্বে সামাজিক বিচার করে অভিযুক্ত রাকিব ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করে ঘটনার মীমাংসা করা হয়।
তবে পুলিশ কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬ মার্চ ২০২০ দুপুরে কাইন্তারমুখ পাড়া এলাকা থেকে মো: রাকিব ইসলামকে গ্রেফতার করেছে। জানা গেছে, ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত মো: রাকিব ইসলাম পটুয়াখালী জেলাধীন দশমিনা উপজেলার ভরনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ আদমপুর গ্রামের মো: মুকসেদ ইসলামের ছেলে। সে বান্দরবানের ঠিকাদার উজ্জ্বল দাশ এর নির্মাণাধীন বান্দরবান-রোয়াংছড়ি সড়কের নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিক।