হিল ভয়েস, ১৪ মার্চ ২০২০, জেনেভা: বাংলাদেশ আদিবাসী ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিনতাময় ধামাই জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধীন আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার বিষয়ক বিশেষজ্ঞ কর্মব্যবস্থার (এ´পার্ট মেগানিজম অন দা রাইটস অফ ইন্ডিজিনাস পিপলস) বিশেষজ্ঞ সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিলুপ্তির পর মানবাধিকার কমিশনের ৬/৩৬ রেজুলেশন মোতাবেক ১৪ ডিসেম্বর ২০০৭ মানবাধিকার কমিশনের অধীনে আদিবাসী অধিকার বিষয়ে প্রতিপ্রাদ্য বিষয়-ভিত্তিক বিশেষজ্ঞ মতামত প্রদানের জন্য আদিবাসী অধিকার বিষয়ক বিশেষজ্ঞ কর্মব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাঁচ সদস্য নিয়ে এই আদিবাসী অধিকার বিষয়ক বিশেষজ্ঞ কর্মব্যবস্থা গঠিত হয়। পরে ২০১৭ সাল থেকে এর সদস্য সংখ্যা ৭ জনে উন্নীত করা হয়। এই কর্মব্যবস্থা মুখ্যত সমীক্ষা ও গবেষণা-ভিত্তিক পরামর্শ প্রদান করে থাকে। সাধারণভাবে প্রত্যেক বছর জুলাই মাসে এক সপ্তাহব্যাপী এই আদিবাসী অধিকার বিষয়ক বিশেষজ্ঞ কর্মব্যবস্থার বাৎসরিক অধিবেশন বসে। এই অধিবেশনে আদিবাসী সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, জাতিসংঘের বিশেষায়িত সংস্থার প্রতিনিধি, সদস্য-রাষ্ট্রের প্রতিনিধিরা পর্যবেক্ষক হিসেবে যোগদান করতে পারেন।
বিনতাময় ধামাই এককালে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এশিয়া ভিত্তিক আদিবাসী জাতিসমূহের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘এশিয়া ইন্ডিজিনাস পিপলস প্যাক্ট’-এর কার্যকরী সদস্য। তিনি জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধীন আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক জাতিসংঘ স্বেচ্ছাসেবী তহবিলের ট্রাস্টি বোর্ড-এর সদস্য হিসেবে দ্বিতীয় মেয়াদে (১ জানুয়ারি ২০১৫ হতে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রথম মেয়াদ এবং ১ জানুয়ারি ২০১৮ হতে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত দ্বিতীয় মেয়াদ) দায়িত্ব পালন করছেন।
৭ জন সদস্যদের মধ্যে ২০২০ সালে এক্সপার্ট সদস্য এডতামি মানসয়াগন (ফিলিপিনো) এবং লায়লা ভারস (নরওয়ে)-এর মেয়াদ শেষ হতে যাচ্ছে। এমতাবস্থায় নরওয়ের লায়লা ভারসকে দ্বিতীয় মেয়াদের জন্য পুন:নিয়োগ করা এবং বিনতাময় ধামাইকে প্রথম বারের মতো ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত তিন বছরের জন্য বিশেষজ্ঞ সদস্য হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়।