হিল ভয়েস, ১৮ মার্চ ২০২০, জেনেভা: জোসে ফ্রান্সিসকো ‘পাঁচো’ কালি জ্যা আগামী তিন বছরের জন্য জাতিসংঘের আদিবাসী জাতিগোষ্ঠীর অধিকার বিষয়ক নতুন স্পেশাল র্যাপোটিউর হিসেবে নিযুক্ত হয়েছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদ সুইজারল্যান্ডের জেনেভায় পরিষদের ৪৩তম অধিবেশন সাময়িকভাবে স্থগিত রাখার পূর্বে ফ্রান্সিসকো কালি’র নিয়োগ অনুমোদন করে।
গুয়েতেমালা থেকে আসা মি: কালি জাতিগত বৈষম্য দূরীকরণ বিষয়ক ‘কমিটি ফর দি এলিমিনেশন অব রেসিয়াল ডিসক্রিমিনেশন’-এ ১৬ বছর যাবৎ কাজ করেন এবং এতে তিন বছর কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই একটি জাতিসংঘ ট্রীটি বডির প্রথম আদিবাসী সদস্য।
মি: কালি আগামী মাসে দাপ্তরিকভাবে নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন, যখন বর্তমান স্পেশাল র্যাপোটিউর ভিক্টোরিয়া টউলি কর্পুজ তাঁর দ্বিতীয় ত্রিবার্ষিক মেয়াদ সমাপ্ত করবেন।