হিল ভয়েস, ৫ মার্চ ২০২০, গুইমারা, খাগড়াছড়ি: গত ৫ মার্চ ২০২০ সকাল থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকায় বাঙালি সেটেলাররা জনৈক মোটর সাইকেল চালককে অপহরণের পর হত্যার অভিযোগ এনে আদিবাসী জুম্মদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা নিকটবর্তী জুম্মদের উপর হামলা চালিয়ে মি: মংসা প্রু চৌধুরী নামে এক জুম্মকে গুরুতর আহত করে এবং অনেককে নির্বিচারে মারধর করে। আহত মংসা প্রু চৌধুরী খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকার বাসিন্দা।
জানা গেছে, ঐদিন বাঙালি সেটেলাররা হঠাৎ করে এক বাঙালি মোটর সাইকেল চালককে অপহরণের পর হত্যার অভিযোগ এনে সকাল থেকে মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিল ও সমাবেশে তারা জুম্মদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বিভিন্ন শ্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এক পর্যায়ে উত্তেজিত বাঙালি সেটেলাররা যানবাহনের জুম্ম যাত্রীসহ আশেপাশের জুম্মদের উপর চড়াও হয় এবং লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।
প্রায় সারাদিন ঐ এলাকায় বাঙালি সেটেলার সাম্প্রদায়িক উত্তেজনা বজায় রাখে। বিকেলের দিকে প্রশাসনের হস্তক্ষেপে সেটেলাররা সড়ক অবরোধ তুলে নেয়। কিন্তু এখনও পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সর্বশেষ খবরে জানা গেছে, মোটর সাইকেল চালককে অপহরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুই জুম্ম যুবককে আটক করেছে। তবে, কখন, কিভাবে বাঙালি মোটর সাইকেল চালক অপহরণের শিকার হয়েছেন বা আদৌ এই ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত করে জানা যায়নি।