হিল ভয়েস, ২ মার্চ ২০২০, নিউইয়র্ক: গত ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার প্রেরিত করোনা ভাইরাস কোভিড-১৯ এর বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সুপারিশ অনুসারে, নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের নারীর মর্যাদা বিষয়ক কমিশনের ৬৪তম অধিবেশনের সভাটি, যা মূলত ৯ মার্চ থেকে ২০ মার্চের জন্য সময়সূচি নির্ধারিত ছিল, তা সদস্য রাষ্ট্রসমূহ দ্বারা সংশোধন করা হয়েছে।
গত ২ মার্চ, সোমবার, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, কমিশনের ৬৪তম অধিবেশন একটি কার্যবিধিগত সভার জন্য ৯ মার্চ, সকাল ১০:০০ টায় সভা আহ্বান করবে। সভায় উদ্বোধনী বক্তব্য, তারপর খসড়া রাজনৈতিক ঘোষণাপত্র গ্রহণ এবং অন্য কোন খসড়া কার্যবিবরণী সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ ইত্যাদি কর্মসূচি থাকবে। অধিবেশনটি তখন আরও বিজ্ঞপ্তি জারি পর্যন্ত স্থগিত রাখা হবে। আনুষ্ঠানিক কোন সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে না এবং সদস্য রাষ্ট্রসমূহ কর্তৃক পরিকল্পিত সকল সাইড ইভেন্টসমূহ ও নারীর মর্যাদা বিষয়ক কমিশনের ৬৪তম অধিবেশনের সাথে একত্রে জাতিসংঘ ব্যবস্থা বাতিল করা হবে।
সদস্য রাষ্ট্র ও সিভিল সোসাইটির প্রতিনিধিগণ যারা ইতোমধ্যে ২ মার্চ নিউইয়র্কে নেই যারা নিউইয়র্কে ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন তাদেরকে জাতিসংঘ কর্তৃক না আসার আহ্বান জানানো হয়েছে। Presiding Bishop’s Episcopal Church এর প্রতিনিধিদল ও Anglican Communion এর প্রতিনিধিদলের সদস্যদের গত ২ মার্চ এই পরিবর্তন বিষয়ে অবহিত করা হয়েছে এবং তাদের স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণে বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে। পুন:নির্ধারিত জাতিসংঘের নারীর মর্যাদা বিষয়ক কমিশনের ৬৪তম সভার জন্য Presiding Bishop’s এর প্রতিনিধিদল এবং Anglican ও Episcopal অংশগ্রহণকারীদের একত্রে নিয়ে আসা এবং বিশ্বে ও চার্চের মধ্যে নারী ও কন্যাশিশুদের জন্য বেইজিং+২৫ পরিকল্পিত উদযাপনের গুরুত্ব উপলব্ধির কাজ অব্যাহত রাখার পরিকল্পনা বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।