হিল ভয়েস, ২৬ ফেব্রুয়ারি ২০২০, রাঙ্গামাটি: গত ২৬ ফেব্রুয়ারি ২০২০ ভোর রাত ২:৪৫ টার দিকে প্রায় সপ্তাহখানেক আগে সংস্কারপন্থীদের কর্তৃক অপহৃত অর্পণ চাকমাকে (৩১) শেষ পর্যন্ত রাঙ্গামাটি সদর উপজেলাধীন বন্দুকভাঙা ইউনিয়নের সাহজবান্ধা গ্রামে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করলো রাঙ্গামাটি সেনা জোনের অধীন সুভলং সেনাক্যাম্পের বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। গত ১৯ ফেব্রুয়ারি ২০২০ সংস্কারপন্থীদের সশস্ত্র একটি দল বন্দুকভাঙা ইউনিয়নের চারিক্ষ্যং মুখ এলাকার বোয়ালখালি গ্রামে হামলা চালিয়ে সুমন চাকমা নামে এক যুবককে হত্যা এবং অর্পণ চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। জানা গেছে, সুমন চাকমা ও অর্পণ চাকমা ইউপিডিএফ’এর সদস্য।
জানা গেছে, অপহরণ করে নিয়ে যাওয়ার পর সংস্কারপন্থী সন্ত্রাসীরা অপহৃত অর্পণ চাকমাকে সুভলং সেনাক্যাম্পের নিকটবর্তী সুভলং বাজারে তাদের আস্তানায় নিয়ে যায়। এতদিন সেখানেই অর্পণ চাকমাকে জিম্মি করে রাখা হয়। শেষ পর্যন্ত ২৬ ফেব্রুয়ারি ২০২০ সেনাবাহিনীর সদস্যরা অর্পণ চাকমাকে সেখান থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে এবং পরে সন্ত্রাসীদের সাথে গোলাগুলির সময় ক্রসফায়ারে নিহত হয়েছে প্রচার করে।