হিল ভয়েস, ১৯ অক্টোবর ২০১৯, ঢাকা: ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকারে কাউকে হস্তক্ষেপ করার অনুমোদন না দেয়ার অবস্থান থেকে সরকার সেই অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ থেকে দূরে থাকবে না। গত ১৮ অক্টোবর ২০১৯ ঢাকা শহরের বনানী এলাকায় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ [শত ঢোলের উৎসব] উদযাপন কর্মসূচিতে বক্তব্য রাখার সময় কথাটি বলেন বাংলাদেশ সরকারের গ্রহায়ন ও গণপূর্ত মন্ত্রী এস এম রেজাউল করিম।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেক ব্যক্তির সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে চান। বর্তমান সরকার এ ব্যাপারে কাজ করছে। সরকার চায় না ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকারে কেউ হস্তক্ষেপ করুক। যদি কেউ তা করে, সরকার তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।’
মন্ত্রী প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কোন নৃগোষ্ঠী তাদের সংস্কৃতি চর্চায় বাধাগ্রস্ত না হন।
প্রধানমন্ত্রী সবসময় তাদের সমস্যা সমাধানে সকল সম্প্রদায়ের পাশে থাকবেন বলে উল্লেখ করে, মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গারো সম্প্রদায়ের জনগণ অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন।