হিল ভয়েস, ২৩ অক্টোবর ২০১৯, গুয়াহাটি, আসাম:
ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি নিবাসী অভয় চাকমার একমাত্র কন্যা, ১৭ বছর বয়সী ইনজেবী চাকমাকে একাদশ বিশ্ব ক্যারাটে ফেডারেশন জুনিয়র ক্যাডেট ও অনুর্ধ্ব ২১ বিশ্ব চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের জন্য মনোনীত করেছে ভারতীয় ক্যারাটে সংস্থা। চিলির সান্টিয়াগোতে অনুষ্ঠিত এ একাদশ বিশ্ব ক্যারাটে ফেডারেশন জুনিয়র ক্যাডেট ও অনুর্ধ্ব ২১ বিশ্ব চ্যাম্পিয়নশীপে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহন করে। এ প্রতিযোগীতা ২৩-২৭ অক্টোবর, ২০১৯ পর্যন্ত চলে। ভারতীয় ক্যারাটে সংস্থা ভারত থেকে ২৯ জন প্রতিযোগীসহ রেফারি, কোচ ও ডেলিগেশন প্রধান মিলে সর্বমোট ৩৯ জনকে মনোনয়ন দিয়েছে। আসাম অলিম্পিক সংস্থা এবং ভারতীয় ক্যারাটে সংস্থার সদস্যভুক্ত আসাম সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ কর্তৃক স্বীকৃত ইউনাইটেড ক্যারাটে-ডো এসোসিয়েশন, আসাম এর সভাপতি ভারত চন্দ্র নারাহ মিজ ইনজেবী চাকমাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
মিজ ইনজেবী চাকমা আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির একটি মহাবিদ্যালয়ের ছাত্রী। বহু বছর ধরে সে ক্যারাটে বিভাগে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে আসছে। এই ইভেন্টে অংশগ্রহণ করে এযাবত সে অনেকগুলো মেডেল ও পুরস্কার পেয়েছে।