হিল ভয়েস, ১৩ অক্টোবর ২০২১, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলাধীন লামা উপজেলার লামা পৌরসভা এলাকায় পার্শ্ববর্তী ঝিরিতে শুকরের মাংস ধোয়ার কারণে এক নিরীহ জুম্ম প্রতিবেশী কয়েকজন মুসলিম বাঙালির হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিনি মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী ব্যক্তির পরিচয় উছাইন ওয়ান মারমা (৫০), ঠিকানা-মাস্টার পাড়া, ৭নং ওয়ার্ড, লামা পৌর এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১৩ অক্টোবর ২০২১ সকালের দিকে উছাইন ওয়ান মারমা নিজের বাড়ির কাটা শুকরের মাংস পার্শ্ববর্তী ঝিরিতে ধুয়ে আসেন। এসময় মাস্টার পাড়া এলাকারই প্রতিবেশী আনোয়ার হোসেন (৪০) ও জাহেদুল ইসলাম (৩৫) নামে দুই টমটম গাড়ির চালক উছাইন ওয়ান মারমাকে গালিগালাজ করেন। এতে উভয়পক্ষ যুক্তি-পাল্টা যুক্তি দেখান।
পরে বিকাল আনুমানিক ৪:০০ টার দিকে আনোয়ার হোসেন ও জাহেদুল ইসলামসহ কয়েকজন মুসলিম বাঙালি উছাইন ওয়ান মারমার বাড়িতে এসে বাড়ির ভেতরে প্রবেশ করে উছাইন ওয়ান মারমাকে ব্যাপক মারধর করেন। এতে উছাইন ওয়ান মারমার মাথায় ও শরীরে জখম হয়।
পরে উছাইন ওয়ান মারমা লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করার কথা জানা যায়নি।