হিল ভয়েস, ২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ফ্রান্স: মৌলবাদী গোষ্ঠী কর্তৃক শ্রীমৎ অমৃতানন্দ ভিক্ষু নামে এক নিরীহ বৌদ্ধ ভিক্ষুর হত্যাকান্ডের বিরুদ্ধে গত ২২ সেপ্টেম্বর ২০১৯ বিকাল ১৫:০০ টা হতে ১৮:০০ টার সময় ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের রিপাবলিকান প্লেস নামক স্থানে বাংলাদেশী ফ্রান্স বৌদ্ধ সম্প্রদায় কর্তৃক এক শান্তিপূর্ণ মানববন্ধন আয়োজন করা হয়।
উক্ত বৌদ্ধ ভিক্ষু গত ২৫ আগস্ট ২০১৯ কুমিল্লা জেলায় হত্যাকান্ডের শিকার হন। ঐদিন তিনি ঢাকা থেকে ফেনীতে ফিরে আসছিলেন। ঘটনাটি সংঘটিত হওয়ার পর এক মাস অতিক্রান্ত হওয়া সত্ত্বেও পুলিশ দুস্কৃতিকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে।
সকল বাংলাদেশী ফ্রান্স বৌদ্ধ সম্প্রদায়ের প্রবাসীরা নিরীহ বৌদ্ধ ভিক্ষু হত্যার তীব্র নিন্দা জানান এবং এর জন্য দায়ী দুস্কৃতিকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর নিকট দাবি জানান।
বাংলাদেশী ফ্রান্স বৌদ্ধ সম্প্রদায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রামে আদিবাসী জুম্মদের বিচারবহির্ভূত হত্যাকান্ডের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন এবং পার্বত্য চট্টগ্রামে ও সমতল জেলাসমূহে নির্বিচার মানবাধিকার লংঘন বন্ধের দাবি জানান।
ছাত্রনেতা শ্রী দ্বীপ বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন শিবলু বড়ুয়া। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপে বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উদয়ন বড়ুয়া, ফ্রান্স সেকশনের ঐক্য পরিষদের সভাপতি স্বদেশ বড়ুয়া, ইভেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব এডিটন চাকমা, জ্যোতিসার ভিক্ষু, ইউরোপীয়ান জুম্ম আদিবাসী পরিষদের সভাপতি শাক্য মিত্র চাকমা, ইউরোপীয়ান জুম্ম আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চাকমা, ইউরোপীয়ান জুম্ম আদিবাসী পরিষদের নির্বাহী সদস্য সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, শৈলাপ্রু মারমা প্রমুখ।