হিল ভয়েস, ২৮ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর কাপ্তাই থানা কমিটির সহ-সভাপতি জন চাকমা’র অকাল প্রয়াণে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র পক্ষ থেকে শোকবার্তা দিয়েছেন এর সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
আজ ২৮ আগস্ট ২০২১ জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা স্বাক্ষরিত এই শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, “পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কাপ্তাই থানা কমিটির সহ-সভাপতি শ্রী জন চাকমা গত ২১ আগস্ট ২০২১ দিবাগত রাত ৮:২৫ টার দিকে রক্ত আমাশয়, অন্যান্য শারীরিক জটিলতা ও রক্তক্ষরণেরফলে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫০ বছর ৪ মাস ১৩ দিন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী সিমলা চাকমা, মা, ভাই-বোনসহ অনেক গুণগ্রাহী বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
প্রয়াত জন চাকমার জন্ম ১৯৭১ সালের ৮ এপ্রিল, রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশন এলাকায়। তাঁর পিতার নাম প্রয়াত বুদ্ধিদীপ চাকমা ও মাতার নাম বিরজা চাকমা। পার্বত্য অঞ্চলে একটা রাজনৈতিক দল গঠন ও এই দলের নেতৃত্বে একটা আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর পিতা প্রয়াত বুদ্ধিদীপ চাকমা একজন সংগ্রামী সংগঠক ছিলেন। চার ভাইবোনদের মধ্যে তিনি সর্বজ্যেষ্ঠ। তাঁর নিকটতম ছোট বোন শ্রীমতি হেলেন চাকমা একজন চিকিৎসক, ছোট ভাই শ্রী সুমেধমনি চাকমা একজন প্রকৌশলী ও সর্বকনিষ্ঠ ছোট বোন শ্রীমতি সুবর্ণা চাকমাও একজন চিকিৎসক।
তিনি ১৯৮৭ সালে কেপিএম হাই স্কুল থেকে এসএসসি, ১৯৮৯ সালে রাঙ্গুনিয়া কলেজ থেকে এইচএসসি এবং পরে রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন। ছাত্র অবস্থায় তিনি ছাত্র রাজনীতি ও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর থেকে তিনি কাপ্তাই উপজেলায় পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়ে তাঁর রাজনৈতিক জীবনের পথচলা শুরু করেন। এরপর থেকেই তিনি প্রথমে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একজন দায়িত্ব সম্পন্ন সদস্য হিসেবে নিরবচ্ছিন্ন ও অবিচলভাবে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনসহ জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরণ সক্রিয় থাকেন।”
শোকবার্তায় আরও বলা হয়, “দীর্ঘ সময় ধরে তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কাপ্তাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি কাপ্তাই উপজেলা জনসংহতি সমিতির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে কাপ্তাই এলাকার বসবাসরত জুম্ম জাতির বিভিন্ন সম্প্রদায়ের এবং বিভিন্ন স্তরের জনগণের মধ্যে এক ঘনিষ্ট সম্পর্ক ও যোগাযোগ গড়ে ওঠে। তিনি অত্যন্ত ভদ্র, বিনয়ী, সাধাসিধে একজন একনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মী ছিলেন।
তাঁর অকাল প্রয়াণে পার্টি ও জুম্ম জাতি তার এক ঘনিষ্ট ও পরীক্ষিত সংগ্রামী বন্ধুকে হারিয়েছে। আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অধিকারকামী জুম্ম জনগণ ও সংগ্রামরত সহযোদ্ধাদের অন্তরে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর অকাল মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর মহান অবদান ও আত্মত্যাগ জনসংহতি সমিতি শ্রদ্ধাভরে স্মরণ করছে। জন চাকমার অকাল মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তাঁর আত্মীয়বর্গের প্রতি জানাচ্ছে গভীর সমবেদনা ও সহমর্মিতা।”