হিল ভয়েস, ২০ আগস্ট ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের এক নিরীহ জুম্মকে সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে আটক রেখে নির্যাতন করার পর আজ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আটক ও নির্যাতনের শিকার ব্যক্তি হলেন পাইচিংমং মারমা (৩৩), পীং-আমুইমং মারমা, গ্রাম-কাকড়াছড়ি, বাঙ্গালহালিয়া ইউনিয়ন। পাইচিংমং মারমা পেশায় একজন স্থানীয় মুদির দোকানদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৯ আগস্ট ২০২১ বিকাল আনুমানিক ৩:৩০ টার দিকে কাপ্তাই সেনা জোনের অধীন বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত সুবেদার মো: মাহবুব এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পাইচিংমং মারমাকে তার নিজ দোকান থেকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। সেনা সদস্যরা পাইচিংমং মারমাকে সারারাত সেনা ক্যাম্পে আটক করে রাখে এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে।
আজ ২০ আগস্ট ২০২১, সকাল আনুমানিক ৯:০০ টা-১০:০০ টার দিকে সেনাবাহিনী আটককৃত পাইচিংমং মারমাকে রাজস্থলী থানায় হস্তান্তর করে।
ধারণা করা হচ্ছে, সেনাবাহিনী পাইচিংমং মারমাকে মিথ্যা মামলায় জড়িত করে পুলিশের নিকট হস্তান্তর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, সেনাবাহিনী নিজেই এখন রাজস্থলী ও কাপ্তাই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা যেকোনো সময় যে কোনো জুম্মর বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালাতে পারে, যেকোনো জুম্মকে আটক ও মারধর করতে পারে এবং মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাতে পারে।