হিল ভয়েস, ১৯ এপ্রিল ২০২১, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলাধীন বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়নে সেনাবাহিনীর একদল সদস্য কর্তৃক লুলুমং মারমা (৪১), পীং-মংসাখই মারমা নামের এক জুম্মর জায়গা বেদখল করে নতুন সেনা ক্যাম্প স্থাপনের পাঁয়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, সেনা সদস্যরা ইতোমধ্যে ক্যাম্প স্থাপনের লক্ষে লুলুমং মারমার রাবার বাগানের প্রায় ২০টি রাবার গাছ কেটে দিয়ে সেখানের অবস্থান গ্রহণ করেছে। রাবার বাগানটি রাজভিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় অবস্থিত। লুলুমং মারমার বাড়ি ৪নং ওয়ার্ডের তং পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাইনখালি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী সেনা ক্যাম্পে অবস্থানকারী ৩০ জনের সেনাদলটি গত ১১ এপ্রিল ২০২১ সকালের দিকে লুলুমং মারমার রাবার বাগানে আসে। পরদিন ১২ এপ্রিল ২০২১ মালিকের অনুমতি ছাড়াই সেনা সদস্যরা রাবার বাগানের প্রায় ২০টি গাছ কেটে ফেলে। সেনা সদস্যরা এখন সেখানে সেনা ক্যাম্প নির্মাণের লক্ষে তাবু টাঙিয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
জানা গেছে, উক্ত সেনাদলটি ধুলুছড়া সেনা ক্যাম্পের অধীন একটি সেনাদল।
জানা গেছে, জায়গা মালিক লুলুমং মারমা কৃষি বিভাগের একজন চাকরিজীবী এবং তিনি ভয়ে কিছু বলতে পারছেন না।
এদিকে ঐ এলাকায় সেনাদলটির আগমনে এবং নতুন সেনা ক্যাম্প স্থাপনের চেষ্টার কথা জেনে এলাকার জুম্ম জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। কারণ ইতোমধ্যে ওই সেনাদলটির সেনা সদস্যরা রাজভিলার অনেক জুম্মকে মারধর করেছে এবং ঐ দলের এক সদস্য স্থানীয় এক মারমা নারীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।