হিল ভয়েস, ৫ এপ্রিল ২০২১, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন জুরাছড়ি উপজেলার ঘিলাতলীতে এবং কাপ্তাই উপজেলার রাইখালীতে সেনাবাহিনী কর্তৃক জুম্ম গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি, দরজা ভাঙচুর ও জিনিসপত্র তছনছ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জুরাছড়ির ঘিলাতলীতে ৭টি বাড়ি ও কাপ্তাইয়ের ১টি বাড়ি তল্লাশি করা হয় এবং বাড়ির লোকদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৪ এপ্রিল ২০২১ বিকাল আনুমানিক ৪:৩০ টার দিকে জুরাছড়ি উপজেলার শিলছড়ি সেনা ক্যাম্প কম্যান্ডার ওয়ারেন্ট অফিসার নুরু ও হাবিলদার মেজর খালেক এর নেতৃত্বে ২০ সদস্যের একটি সেনাদল সন্ত্রাসী খোঁজার নামে জুরাছড়ি ইউনিয়নের ঘিলাতলী এলাকার মৌন আদাম গ্রামে তল্লাশি অভিযান চালায়। এসময় সেনাদলটি সন্ত্রাসীদের সাথে যোগাযোগ আছে বলে ভিত্তিহীন অভিযোগ তুলে ৭টি জুম্মর বাড়িতে ব্যাপক তল্লাশি চালায় এবং মোবাইল জব্দ করে। এরপর সেনাদলটি সেখানে সারারাত অবস্থান করার পর, আজ ৫ এপ্রিল ২০২১ সকাল ৯:০০ টার দিকে সেখান থেকে সেনা ক্যাম্পে ফিরে যায়।
তল্লাশির শিকার বাড়ির মালিকরা হলেন- ১. লবিন চন্দ্র চাকমা (৫৫), ২. আদুরো চাকমা (৩৫), ৩. ডালিম চাকমা (৩৭), ৪. সুনীল চাকমা (৪২), ৫. প্রেম রঞ্জর চাকমা (৩৮), ৬. সম্রাট চাকমা (৫৫) ও ৭. নাম্পু চাকমা।
এদিকে সেনাবাহিনীর এই হয়রানিমূলক তল্লাশির ঘটনায় এলাকার জনগণের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
অপরদিকে, একইদিন সকাল আনুমানিক ১১:৩০ টার দিকে সেনাবাহিনীর একটি দল রাইখালীর হাফছড়ি নতুন পাড়া গ্রামে জনসংহতি সমিতির কাপ্তাই থানা শাখার সহ-সাধারণ সম্পাদক থোয়াইসুইনু মারমা (৪৮), পীং-চিংসাপ্রু মারমা এর বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে এবং ব্যাপক তল্লাশি চালায় বলে জানা যায়। এসময় বাড়িতে বাড়ির লোকজন কেউ ছিলেন না। কিন্তু তারপরও সেনা সদস্যরা বাড়ির ভেতরে সন্ত্রাসী অবস্থান করছে এমন মিথ্যা দাবি তুলে দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে।
কিন্তু এসময় প্রতিবেশী কয়েকজন নারী বাড়িতে লোক না থাকা সত্ত্বেও সেনাবাহিনী কর্তৃক বাড়ির দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করার প্রতিবাদ জানালে সেনা সদস্যরা সেখান থেকে চলে যান। তবে যাওয়ার সময় সেনা সদস্যরা বাড়িতে পাওয়া মোবাইল ফোন নিয়ে যায়।