হিল ভয়েস, ১৪ মার্চ ২০২১, রাঙ্গামাটি: বাংলাদেশ সেনাবাহিনীর মদদপুষ্ট ইউপিডিএফ (গণতান্ত্রিক) সন্ত্রাসীদের কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলা সদরের রিজার্ভ বাজার এলাকা থেকে দুই জুম্ম যুবক অপহরণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে কী কারণে তাদেরকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি।
অপহৃতদের মধ্যে একজন হলেন সঞ্জয় দেওয়ান (২৯), পীং-শান্তিময় দেওয়ান, গ্রাম-জগন্নাথছড়া, আইমাছড়া ইউনিয়ন, বরকল উপজেলা। অপরজন হলেন নিক্সন চাকমা (২৫), পীং-বীরো চাকমা, গ্রাম-ধামাইপাড়া, বনযোগীছড়া ইউনিয়ন, জুরাছড়ি উপজেলা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৩ মার্চ ২০২১ দুপুর আনুমানিক ১:৩০ টার দিকে পিন্টু চাকমার নেতৃত্বে ১ জন বাঙালিসহ ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ৩ সশস্ত্র সদস্য রিজার্ভ বাজারের নাপ্পিঘাট এলাকা থেকে উক্ত দুই যুবককে অপহরণ করে। অপহরণের পর সন্ত্রাসীরা সেখান থেকে মো: আনোয়ার নামের এক ড্রাইভারের স্পীড বোটের মাধ্যমে অপহৃতদের জীবতলি ইউনিয়নের চেয়ারম্যান পাড়ায় তাদের আস্তানায় নিয়ে যায়।
জানা গেছে, দীর্ঘ কয়েক ঘন্টা নিজেদের হেফাজতে রাখার পর রাত আনুমানিক ৮:৩০ টার দিকে সন্ত্রাসীরা অপহৃত দুই যুবককে কাপ্তাইয়ে সেনাবাহিনীর ৭ আর ব্যাটালিয়নের নিকট হস্তান্তর করে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের মুক্তি পাওয়ার খবর জানা যায়নি।