হিল ভয়েস, ৩০ জানুয়ারি ২০২১, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গায় সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীরা সোহেল ত্রিপুরা (২৭) নামে এক জুম্মকে বেধড়ক মারধর করার পর তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ জানুয়ারি ২০২১ বিকাল আনুমানিক ৪:৩০ টার দিকে মাটিরাঙ্গা সদর এলাকার চৌধুরীঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জুম্ম সোহেল ত্রিপুরার বাড়ি মাটিরাঙ্গা সদর ইউনিয়নের গগন চন্দ্র কার্বারি পাড়ায়। তার পিতার নাম পরশু কুমার ত্রিপুরা। পেশায় একজন মোটর সাইকেল চালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকাল ৪:৩০ টার দিকে ভুক্তভোগী সোহেল ত্রিপুরা প্রতিদিনের মতো মোটর সাইকেলে যাত্রী নিয়ে মাটিরাঙ্গা বাজারে যাবার সময় সদর এলাকার চৌধুরীঘাট নামক স্থানে পৌঁছলে বিপ্লব মারমা ও সেটেলার মো: হালিমসহ ৪-৫ জন সন্ত্রাসী তাকে আটকায়। সন্ত্রাসীরা তাকে মোটর সাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারধর করার পর মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, সোহেল ত্রিপুরাকে মারধর ও মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনায় বিপ্লব মারমার নেতৃত্বে সেনামদদপুষ্ট সংস্কারপন্থী সন্ত্রাসীদের একাধিক সদস্য জড়িত। এছাড়া মো: হালিমসহ বেশ কয়েকজন সেটেলার বাঙালিও জড়িত।