হিল ভয়েস, ২৫ জাুনয়ারি ২০২১, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলাধীন ধর্মপাশা উপজেলার সুনই জলমহালে হিন্দু ধর্মাবলম্বী বর্মণ সম্প্রদায়ের মৎস্যজীবী শ্যামাচরণ বর্মণকে গলাকেটে হত্যার ঘটনায় খুনিদের বিচার দাবিতে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
গতকাল ২৪ জানুয়ারি ২০২১ ক্ষত্রিয় বর্মণ সম্প্রদায়ের ইতিহাস অনুশীলন ও কল্যাণ পরিষদের ব্যানারে বর্মণ ও ক্ষত্রিয় সম্প্রদায়ের লোকজন এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বীরলাল বর্মণ, স্বপন বর্মণ, মনালা বর্মণ, সুধীর চন্দ্র বর্মণ ও সঞ্জিত দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিরা বর্মণ সম্প্রদায়ের কাছ থেকে জলমহাল জোরপূর্বক দখল করে নিতে গত ২ জানুয়ারি সুনই জলমহালে মৎস্যজীবীদের খলাঘরে আগুন দেয় ও মারধর করে। এতে বাধা দিলে গলা কেটে মৎস্যজীবী শ্যামাচরণ বর্মণকে হত্যা করা হয়।
বক্তাদের অভিযোগ, এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দেওয়া হলেও পুলিশ হত্যাকাণ্ডের শিকার পরিবারের মামলা না নিয়ে উল্টো করে পুলিশ বাদী হয়ে মারধরের শিকার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। প্রশাসন যাতে আসামিদের আড়াল করে শ্যামাচরণ হত্যার মোড় অন্যদিকে না ঘুরিয়ে দেয় সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন বর্মণ সম্প্রদায়ের লোকজন।
বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ কর্মসূচিতে প্রায় কয়েকশ বর্মণ ও ক্ষত্রিয় সম্প্রদায়ের বৃদ্ধা, নারী, তরুণী, গৃহিণী ও শিশুরা অংশ নেন। তারা হাতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিচারের দাবি জানান।