সাজেকে দুই জুম্মর বাড়িতে ও দোকানে সেনাবাহিনীর তল্লাশি

হিল ভয়েস, ২০ ডিসেম্বর ২০২০, রাঙ্গামাটি: রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সেনা জোনের একদল সেনা সদস্য সাজেকের এক জুম্মর বাড়িতে ও আরেক জনের দোকানে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১৯ ডিসেম্বর ২০২০ সকালের দিকে এই তল্লাশির ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০ টায় বাঘাইহাট সেনা জোন থেকে একটি পিকআপে করে একদল সেনা সদস্য সাজেকের শুকনোছড়া গ্রামে গিয়ে গ্রামের বাসিন্দা দিপ্পে চাকমা, পিতা-চিক্তো চাকমা এর বাড়িতে তল্লাশি চালায়। এসময় সেনা সদস্যরা বাড়ির বিভিন্ন জিনিসপত্র তছনছ করে দেয়।

পরে সেনা সদস্যরা একই গ্রামের জোড়া ব্রীজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রত্ন জ্যোতি চাকমা, পিতা- উদয় মনি চাকমা’র চা দোকানে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় সেনারা তার কাছে ‘অস্ত্র কোথায় রাখা হয়েছে’ বলে জিজ্ঞাসাবাদ করে হয়রানি করে।

কিন্তু তল্লাশির পর অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা জোনে ফিরে যায় বলে জানা যায়।

More From Author