হিল ভয়েস, ২৪ অক্টোবর ২০২০, রাঙ্গামাটি: গতকাল (২৩ অক্টোবর ২০২০) রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি থানায় রতন চাকমা হত্যাকান্ডের ঘটনায় মিথ্যাভাবে জড়িত করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)-এর স্থানীয় নেতাকর্মীসহ ২৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৮/১০ জনের নামও মামলায় অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংস্কারপন্থী হিসেবে পরিচিত জেএসএস (এম এন লারমা) দলের যুব সমিতির সদস্য হিমেল চাকমা (২৮), পিতা-নতুন চন্দ্র চাকমা, গ্রাম-বালুখালি বাদী হয়ে এই মামলা দায়ের করেন। বাঘাইছড়ি থানার মামলা নং-০৫, তারিখ-২৩/১০/২০২০, ধারা-১৪৮,১৪৯,৩০২/৩৪ দণ্ডবিধি।
মিথ্যা মামলায় অভিযুক্তরা হলেন যথাক্রমে- ১. বড়ঋষি চাকমা (৪১), সাবেক চেয়ারম্যান, বাঘাইছড়ি উপজেলা পরিষদ; ২. সুঅতীশ চাকমা তন্টুমনি (৪৩); ৩. ত্রিদীপ চাকমা ওরফে দীপবাবু (৫৫), সদস্য, পিসিজেএসএস থানা কমিটি; ৪. তুহিন চাকমা (৩০), যুব সমিতির জেলা সভাপতি; ৫. পলক তালুকদার (৪৫); ৬. প্রভাত কুমার চাকমা ওরফে কাকলীবাবু (৫৮), আহ্বায়ক, পিসিজেএসএস, বাঘাইছড়ি থানা কমিটি; ৭. দয়াসিন্দু চাকমা (৪০); ৮. বুদ্ধাংকুর চাকমা (৩০); ৯. সোহাগ চাকমা (২৩); ১০. শান্তি বিকাশ চাকমা ওরফে মজাক্য (৩৫), সদস্য, পিসিজেএসএস থানা কমিটি; ১১. মনিময় চাকমা (৩০); ১২. বিচক্ষণ চাকমা (৩০); ১৩. আবিস্কার চাকমা ওরফে মানিক্যা (৪০); ১৪. জুপিটার চাকমা বাপ্পি (২৮); ১৫. সুব্রত চাকমা (৩৪), সদস্য সচিব, যুব সমিতি, বাঘাইছড়ি থানা কমিটি; ১৬. সুরেশ চাকমা ওরফে বিরাজ (৫০), সদস্য, পিসিজেএসএস থানা কমিটি; ১৭. বাচ্চু চাকমা (৩৫), সাবেক সভাপতি, পিসিপি; ১৮. দিলীপ চাকমা (৩০); ১৯. সোহেল চাকমা (২৮); ২০. শান্তি মোহন চাকমা ওরফে কালাইয়ে (৩৫), সদস্য, পিসিজেএসএস থানা কমিটি; ২১. অটো চাকমা (৩০), সাবেক সভাপতি, সারোয়াতুলী ইউনিয়ন যুব সমিতি; ২২. ভাগ্য চাকমা (৩৫); ২৩. প্রণয় কান্তি চাকমা ওরফে তুফান (৩৩)।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর ২০২০, দুপুর আনুমানিক ১:০০ টার দিকে বাঘাইছড়ির খেদারমারা এলাকায় অজ্ঞাত পরিচয় একদল সন্ত্রাসী হঠাৎ এসে সেখানে থাকা সংস্কারপন্থী সন্ত্রাসী দলের সদস্য এবং সংস্কারপন্থী পিসিপি’র কাচলং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রতন চাকমা রত্নকে গুলি করে চলে যায়। এতে রতন চাকমা ঘটনাস্থলে নিহত হয়।