হিল ভয়েস, ২০ অক্টোবর ২০২০, বিশেষ প্রতিবেদন: হিল ভয়েসের সংবাদ প্রচারে বাধা সৃষ্টির অসৎ উদ্দেশ্যে সম্প্রতি কতিপয় ব্যক্তি ও সংস্থা ভূয়া নাম ও ঠিকানা ব্যবহার করে হিল ভয়েসের বিরুদ্ধে হোষ্টিং প্রোভাইডারের নিকট কপিরাইট লঙ্ঘনের একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে চলেছে। তবে হিল ভয়েসের পক্ষ থেকে যথাযথ ব্যাখ্যা ও তথ্য-প্রমাণ দাখিল সাপেক্ষে সেসব কায়েমী ষড়যন্ত্রকারীদের অপপ্রয়াস ব্যর্থ করে দিয়ে হিল ভয়েস বস্তুনিষ্ট সংবাদ প্রচার অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে, গত ১৬ এপ্রিল ২০২০ তারিখ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হিল ভয়েসকে বাংলাদেশে ব্লক করে দেয়া হয়। তা সত্ত্বেও অন্যান্য দেশে হিল ভয়েসে প্রবেশ করা যায় এবং বাংলাদেশেও বিকল্প উপায়ে হিল ভয়েস দেখা যায়। বাংলাদেশে ব্লক করে দিয়েও হিল ভয়েসের বস্তুনিষ্ট সংবাদ প্রচার বন্ধ করতে না পারায় ও পাঠকদের কাছ থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হওয়ার পর সেনাবাহিনী, ডিজিএফআই তথা সরকারের তরফ থেকে এভাবে ভূয়া নাম ও ঠিকানা ব্যবহার করে ভূয়া অভিযোগ দিয়ে হিল ভয়েসকে সংবাদ প্রচারে বাধা সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
গত ২৭ সেপ্টেম্বর ২০২০ সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে সৈয়দ ফারহান নামে এক ব্যক্তি (যার ফোন নম্বর +১-৫২৬৩৪৭৮৯৬৫৯ ও ইমেইল syedfarhansyed59@gmail.com) অভিযোগ প্রদান করেন যে, হিল ভয়েস কর্তৃক ২৬ সেপ্টেম্বর ২০২০ “বাঘাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক এক জুম্ম স্কুল শিক্ষকের বাড়ি তল্লাসী ও হয়রানি” সংবাদ নাকি তার নিজস্ব সংবাদ, যা হিল ভয়েস তার অনুমতি ছাড়া কপিরাইট লঙ্ঘন করে প্রকাশ করেছে।
হিল ভয়েসের পক্ষ থেকে উক্ত সংবাদটি হিল ভয়েসের নিজস্ব সংবাদ তা যথাযথ ব্যাখ্যা ও যুক্তি উপস্থাপন এবং তথ্য-প্রমাণাদি দাখিল করা হয়। ফলে যথাযথ ব্যাখ্যা ও তথ্য-প্রমাণাদি দাখিলের ফলে হোষ্টিং প্রোভাইডার থেকে সৈয়দ ফারহান অভিযোগ খারিজ করে দেয়া হয়। সাময়িক অসুবিধার জন্য হিল ভয়েসের নিকট দু:খ প্রকাশও করে সংশ্লিষ্ট হোষ্টিং প্রোভাইডার।
এরপর আবার ২৯ সেপ্টেম্বর ২০২০ একই নিউজের উপর সৈয়দ ফারহান একই অভিযোগ দাখিল করেন। হিল ভয়েসের তরফ থেকে আবারো যথাযথ ব্যাখ্যা ও তথ্য-প্রমাণাদি দাখিলের ফলে হোষ্টিং প্রোভাইডার থেকে আবারো সৈয়দ ফারহান অভিযোগ খারিজ করে দেয়া হয়।
এরপর আবার ৭ অক্টোবর ২০২০, ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের মংগীবাই রোডের ৫৪ সুপার মার্কেটের ঠিকানা থেকে সাইমুম শিল্পগোষ্ঠী নামে এক সংস্থা থেকে হিল ভয়েস কর্তৃক ৫ অক্টোবর ২০২০ প্রকাশিত “পটুয়াখালীতে দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুর” শীর্ষক সংবাদটি তাদের নিজস্ব সংবাদ দাবি করে এবং হোষ্টিং প্রোভাইডারের নিকট হিল ভয়েসের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ দাখিল করে।
হিল ভয়েস থেকে হোষ্টিং প্রোভাইডারকে জানিয়ে দেয়া হয়, উক্ত সংবাদটি হচ্ছে হিল ভয়েসের নিজস্ব নিউজ এবং স্থানীয় প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। অভিযোগকারী উক্ত সংস্থাটি ও সংস্থার অভিযোগ সম্পূর্ণ ভূয়া ও ভিত্তিহীন।
হিল ভয়েস থেকে আরো জানানো হয় যে, হিল ভয়েস হচ্ছে একটি বস্তুনিষ্ট নিউজপোর্টাল, যেখানে অন্যান্য সংবাদসহ সরকার, সেনাবাহিনী তথা রাষ্ট্রযন্ত্রের নানা মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। তাই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ধামাচাপা দিতে ও হিল ভয়েসকে হয়রানি করা ও সংবাদ প্রকাশে বাধা সৃষ্টির লক্ষ্যে সরকার ও রাষ্ট্রীয় বাহিনীর তরফ থেকে ভূয়া নাম ও ঠিকানা ব্যবহার করে ভূয়া ও ভিত্তিহীন অভিযোগ দেয়া হচ্ছে।
সর্বশেষ ১৮ অক্টোবর ২০২০ ভারতের মুম্বাইয়ের একই ঠিকানা ব্যবহার করে নেত্রনিউজের নামে তসনিম খলিল হিল ভয়েস কর্তৃক ১৬ অক্টোবর ২০২০ “মাটিরাঙ্গায় এক জুম্মর দোকান লক্ষ্য করে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের গুলিবর্ষণ” শীর্ষক সংবাদটি তার নিজস্ব সংবাদ দাবি করে একই ধরনের অভিযোগ দাখিল করে। হিল ভয়েসের পক্ষ থেকেও যথাযথ ব্যাখ্যা ও তথ্য-প্রমাণ দাখিল করার ফলে হোষ্টিং প্রোভাইডার থেকে অভিযোগটি খারিজ করে দেয়া হয়।
এভাবেই হিল ভয়েসের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ প্রচারে বাধা সৃষ্টির অপপ্রয়াস চালানো হচ্ছে। তবে হিল ভয়েস এসব অপপ্রয়াস ভন্ডুল করে দিয়ে সত্য ও ন্যায়নিষ্ট সংবাদ প্রচার অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।