হিল ভয়েস, ১৫ অক্টোবর ২০২০, বান্দরবান: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নতুন পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি মেম্বার সাউপ্রু মারমা (৪২) নিহত হয়েছে।
আজ ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার আনুমানিক রাত ০৮:০০ ঘটিকায় রোয়াংছড়ি নতুন পাড়ায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, নিহত সাউপ্রু মারমা সংস্কারপন্থী গ্রুপের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তিনটি গুলির আওয়াজ শোনা যায়, সেখানে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রামবাসী জানিয়েছেন যে, ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সাথে মত বিরোধ দেখা দেয়ায় সংস্কারপন্থী সাউপ্রু মারমাকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে ইউপিডিএফ গণতান্ত্রিক বান্দরবান জেলা কমিটি গঠন করেছে।
আরেকজন গ্রামবাসী মতে, মগ পার্টির সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় ও উস্কানীতে মগপার্টি সশস্ত্র গোষ্ঠী কর্তৃক ১০ অক্টোবরে বান্দরবানের জামছড়িতে বাচমং মারমা হত্যা এবং ১১ অক্টোবরে কাপ্তাইয়ের কারিগড় পাড়ায় বসন্ত তঞ্চঙ্গ্যা দুর্জয়কে হত্যা করা হয়েছে।
রোয়াংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্ল্যাহ আল মামুন জাবেদ বলেন, কে বা কারা এঘটনা ঘটিয়েছে খবর নিয়ে বিস্তারিত জানাবো।