হিল ভয়েস, ১৪ অক্টোবর ২০২০, নাটোর: নাটোর জেলার লালপুরে দুয়ারিয়া ইউনিয়নের ভূমিদস্যু সামাদ বাহিনীর কবলে এখন গৃহবন্ধী আদিবাসী বাসন্তী রাণী সরদারের পরিবার। মূলত আদিবাসী বাসন্তী রাণী সর্দারের বাবার রেকর্ডকৃত সম্পদ সবগুলো জোর করে দখল করার জন্য ভূমিদস্যু সামাদ বাহিনী এ কাজটি করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগ।
খোঁজ নিয়ে জানা যায়, আদিবাসী রাণী সরদারের সকল সম্পদ ভূমিদস্যু সামাদ ও তার বাহিনী বছরের পর বছর জোরপূর্বক দখল করে ভোগ করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু মুরুব্বি বলেন, বাসন্তী রানী সর্দারের বাবার রেকর্ডকৃত জমি জোর করে সামাদ ও তার কিছু লোকজন মিলে জোর দখল করে খাচ্ছে।
এ বিষয়ে বাসন্তী রাণী সরদার বলেন, আমার বাবার রের্কডকৃত সম্পদ সব সম্পদগুলো ভূমিদস্যু সামাদ ও তার বাহিনী জোর করে দখলে নিয়ে খাচ্ছে। আমার তৈরী ঘর সামাদ ও তার বাহিনী যখন দখলে নিতে আসে আমিসহ আমার চার বোন বাঁধা দিতে গেলে আমাদের জোর করে ঘর থেকে বের করে দিয়ে ঘর ভেঙ্গে দেয়।
বাসন্তী রাণী আরো জানান, এ বিষয়ে আমি সাথে সাথে পুলিশকে ফোন দিই, তখন পুলিশ এলে আমার ভেঙ্গে দেয়া ঘরের টিন ও বাঁশ-খুটিসহ নিয়ে যায়। পরবর্তীতে আমি থানায় গিয়ে ভূমিদস্যু সামাদসহ ৭ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা বলেন, এ বিষযে একটি অভিযোগ রয়েছে তদন্ত সাপেক্ষে আইননত ব্যবস্থা নেয়া হবে।