হিল ভয়েস, ১০ এপ্রিল, ২০২৫; বান্দরবান: আজ ১০ মে ২০২৫ বান্দরবান জেলার রুমা উপজেলাধীন ১নং পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিয়াংখিয়াং পাড়ার নিবাসী উক্যথোয়াই মারমা(৪৫), স্ত্রী-মাক্রইচিং মারমা (৪৩)-এর বাড়ি সকাল আনুমানিক ৮ ঘটিকা সময়ে আগুনে পুড়ে যাওয়ার খবর জানা যায়।
উক্ত পরিবারের সূত্রে জানা যায়, সকালে পরিবারের সকল সদস্য জুম চাষের উদ্দেশ্যে রওনা দেয়। সে সময় বাড়িতে থাকা সোলার ব্যাটারি অতিরিক্ট তাপের ফলে বিস্ফোরণে বাড়িতে আগুন ধরে যায়।
অতপর গ্রামের লোকজন উক্ত ভুক্তভোগী পরিবারকে খবর জানালে পাড়াবাসীসহ সবাই মিলে আগুনটি নিভাইতে সক্ষম হন।
ভুক্তভোগীর পরিবারের ক্ষয়ক্ষতি নিচে দেওয়া হলো:
ধান – ৪৫০ আড়ি, কাজু বাদাম-১৪ মণ, হলুদ-৫ মণ, জুমে রোপণ করার জন্য বাছাইকৃত আদা-২ মণ, স্বর্ণ- ৪৭ হাজার টাকা (১টি), ৩৫ হাজার (১টি), ১৯ হাজার (১টি)।
আগামী বছর বাড়ি নির্মাণের জন্য কাঠ- ৬০/৭০ ফুট অনুমানিক, বাঁশের কোটা-৬৫০ পিস, টিন-৫ বান। যেখানে সব মিলে প্রায় অনুমানিক ৫-৬ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগী পরিবারের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
+ There are no comments
Add yours