রুমায় এক খেয়াং নারী ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

হিল ভয়েস, ৬ মে ২০২৫, বান্দরবান: আজ ৬ মে ২০২৫ বান্দরবানের থানচি উপজেলায় এক খেয়াং নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রুমা উপজেলার আদিবাসী ছাত্র সমাজ ব্যানারে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, রিপন ত্রিপুরা সভাপতি রুমা শাখা ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম, জন ত্রিপুরা প্রতিনিধি রুমা ত্রিপুরা সমাজ , মংশৈপ্রু খিয়াং সদস্য আদিবাসী কেন্দ্রীয় কমিটি ফোরাম, বাংলাদেশ।

সমাবেশে রিপন ত্রিপুরা বলেন, বাংলাদেশে একজন নাগরিক হিসেবে আমরা অধিকার এবং স্বাধীনতা নিয়ে বাঁঁচবো। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিজ এলাকায় অবস্থান করলেও নিরাপত্তাহীন অনুভব করছি।গত ০৫ই ধর্ষণের পর নির্মমভাবে হত্যাকান্ডকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মংশৈপ্রু খিয়াং বলেন, আমরা আদিবাসীরা কোন অবস্থানে আছি বা কি অবস্থায় আছি কিংবা কোথায় কি সুযোগ পাচ্ছি অনেকেই জানেনা। ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর জনসংহতি সমিতি এবং বাংলাদেশ সরকার সাথে রাজনীতি উপায়ে শান্তিচুক্তি হয়েছিলো সে শান্তিচুক্তি হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের আদিবাসী মেয়ে কল্পনা চাকমা থেকে শুরু করে শত শত হাজার হাজার নারীকে ধর্ষণ এবং গুম করা হয়েছে। কেন হয়েছে এই খুন, এটা আমাদের আদিবাসীদের শান্তিচুক্তি ফসল নাকি অন্যায়, অত্যাচারে শেষ করে দেওয়া চেষ্টা।

২নং রুমা সদর ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ড মংমিন মার্মা সভাপতিত্বে বিক্ষোভ মিশিল ও সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্যচিং মার্মা প্রতিনিধি মারমা কেন্দ্রীয় যুব-সমাজ রুমা।

More From Author

+ There are no comments

Add yours