হিল ভয়েস, ৬ মে ২০২৫, ঢাকা: বান্দরবানের খানচি উপজেলার মংখয় পাড়ার অধিবাসী খিয়াং নারীকে দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার তীব্র প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক (বিআইডাব্লিউএন)।
বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা স্বাক্ষরিত এই প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয়, “গত ৫মে ২০২৫ বান্দরবানের থানচি উপজেলার ২ নং তিন্দু ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মংখয় পাড়ার এক আদিবাসী নারী (২৯) ধর্ষণ ও ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে তিন জন বহিরাগত শ্রমিক দ্বারা দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে।”
বিবৃতিতে আরো বলা হয়, “বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
+ There are no comments
Add yours