হিল ভয়েস, ২১ এপ্রিল ২০২৫, চবি: গত ১৬ এপ্রিল ২০২৫, সকাল ৬ টার দিকে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচজন শিক্ষার্থী অপহরণের ৫ দিন পরও এখনো উদ্ধার না হওয়ায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ।
আজ (২১ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দার কথা জানানো হয়।
অপহরণের শিকার শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী লংঙি ম্রো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়- “অপহরণের পাঁচদিন পার হলেও তাদের এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। উক্ত অপহরণের ঘটনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ তীব্র নিন্দা জানাচ্ছে এবং অপহৃত শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দাবি করছে।”
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সুদীপ্ত চাকমা এবং সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমদ ইমু এক যৌথ বিবৃতিতে বলেন, “খুন, গুম এবং অপহরণের রাজনীতি গণতন্ত্র পরীপন্থী। অপহরণের সাথে যারা জড়িত তারা সন্ত্রাসী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীসহ একজন অটো ড্রাইভারকে যারা অপহরণ করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওয়ায় নিয়ে আসতে হবে এবং অপহরণকারী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। চবির পাঁচ শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেয়া না হলে অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ।”