চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চবিতে আদিবাসী শিক্ষার্থীদের মানববন্ধন

হিল ভয়েস, ২০ এপ্রিল ২০২৫, চবি: আজ ২০ এপ্রিল ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আদিবাসী শিক্ষার্থীদের উদ্যোগে চবির অপহৃত পাঁচ শিক্ষার্থীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চবির ২০২১-২২ শিক্ষাবর্ষের বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অপূর্ব চাকমার সঞ্চালনায় ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ভূবন চাকমার সভাপতিত্বে উক্ত প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন চবির বিভিন্ন শিক্ষাবর্ষের আদিবাসী শিক্ষার্থীবৃন্দ।

চবি শিক্ষার্থী ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ধনরঞ্জন ত্রিপুরা বলেন, আমাদের ক্যাম্পাসের পাঁচ আদিবাসী শিক্ষার্থীর অপহরণের ঘটনা আমাদের জন্য অতি উদ্বেগের এবং ন্যাক্কারজনক। প্রান্তিক জনগোষ্ঠীর এই আদিবাসী শিক্ষার্থীরা সমাজের তথা সমগ্র জাতিগোষ্ঠীর সম্পদ। সেই সম্পদকে বেড়ে উঠতে দিতে হবে।

তিনি অতিদ্রুত অপহৃত শিক্ষার্থীদের মুক্তি দেয়ার আহ্বান জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমতলের আদিবাসী শিক্ষার্থী জাল্লাঙ এনরিকো কুবি বলেন, আজকে পাঁচ দিন হতে চলেছে অথচ এখনো অপহৃতদের কোনো খোঁজ আমরা পাইনি। আমি জানিনা তাদের কেন অপহরণ করা হয়েছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের সকলের সকল ধরনের রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতা ভোগ করতে গিয়ে রিশনকে কেন অপহৃত হতে হবে, বাকি চার শিক্ষার্থীকে কেন অপহরণ করা হলো?

তিনি আরও বলেন, প্রশাসন এখনও সন্তোষজনক উদ্যোগ নিচ্ছে না। উদ্ধারের নাম করে সাধারণ মানুষদের হয়রানির খবর শোনা যাচ্ছে। আমরা অতিদ্রুত আমাদের জুনিয়রদের ফিরে পেতে চাই।

অপহৃত শিক্ষার্থীদের সহপাঠী অরিয়ন চাকমা বলেন, টিকেট না পাওয়ায় আমার বন্ধুরা ক্যাম্পাসে ফিরতে পারেনি এবং খাগড়াছড়িতে আত্মীয়ের বাসায় অবস্থান করে। সকালে আমি ক্যাম্পাসে ফিরলেও আমার বন্ধুরা ফিরে আসেনি। তাদের ফিরতে দেয়া হয়নি। আমরা অতিদ্রুত আমাদের অপহৃত বন্ধুদের মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি, সেই সাথে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের যথাযথ শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী হয়সাঙ খুমী বলেন, অপহৃতরা আমার সহপাঠী। তাদের বন্ধু হিসেবে আমি তাদের অতিদ্রুত ও নিঃশর্ত মুক্তি চাই। নির্দোষ আমার বন্ধুদের নিখোঁজের আজ চার দিন পেরিয়ে গেলেও তারা কিভাবে আছে আমরা জানি না। আমরা অপহরণের মতো এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাইনুমং মারমা বলেন, কথা ছিলো বিঝু শেষে আমরা সবাই মিলে সাংগ্রাইয়ে যাবো। কিন্তু আজকে আমাদের বন্ধুদের নিখোঁজের পাঁচ দিন হয়ে গেলো। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনো বিবেকবান সংগঠনের কাজ হতে পারে না। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি আমার বন্ধুদের মুক্তি চাই।

স্বাগত বক্তব্যে পালি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী প্রেংঙি ম্রো বলেন, আজ চারটা সকাল হয়ে গেলো আমার বন্ধুদের ছাড়া। পাহাড়ের এমন অপহরণের রাজনীতি, ভুঁইফোড় রাজনীতি আমাদেরকে দুঃখিত করে। অপহরণকারীদের আমরা বলতে চাই, দ্রুত আমাদের বন্ধুদের মুক্তি দেন। নাহয় প্রতিবাদ-প্রতিরোধ করতে চবির সাধারণ শিক্ষার্থীরা প্রস্তুত।

সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে প্রতিবাদী মানববন্ধনটি শেষ হয়। মানববন্ধন শেষে চবির আদিবাসী শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। মিছিলটি চবি প্রশাসনিক ভবন ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়।

More From Author