চবির ৫ শিক্ষার্থী অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর চবি শাখা

হিল ভয়েস, ১৯ এপ্রিল ২০২৫, চট্টগ্রাম: গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখ খাগড়াছড়ি গিরিফুল এলাকায় টমটমে করে ফেরার পথে অপহরণের শিকার হওয়া ৫ জন শিক্ষার্থীসহ একজন টমটম চালকের অপহরণের ঘটনায় ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও অপহৃতদের উদ্ধার করতে না পারায় এমদাদ উল্লাহ স্বাক্ষরিত এক বার্তায় উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা।

উক্ত বিবৃতিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক ধ্রুব বড়ুয়া বলেন, “স্বাধীনতার পর থেকে অব্যাহত রাষ্ট্রীয় নিপীড়নের কারণে আজ পাহাড়ে একটি অস্থিতিশীল বাস্তবতা বিরাজমান। যা পাহাড়ের সাধারণ মানুষ থেকে শুরু করে নিরীহ ছাত্র ছাত্রীদের জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী আজ এই বাস্তবতার নির্মম শিকার।”

বার্তায় আরো বলা হয়, “যেকোনো মুক্তি সংগ্রামে পারস্পরিক সহনশীলতা, সামগ্রিক স্বার্থের ঐক্যবদ্ধতা ও মানুষের আস্থা অর্জনের কোনো বিকল্প নেই। কিন্তু রাষ্ট্রশক্তির পরিকল্পনা ও মদদে পাহাড়ে নানামুখী অন্তর্ঘাত সৃষ্টি করা হয়। পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সাধারণ আদিবাসীদের উপর নিপীড়নের বৈধতা আদায় করা হয়।

আমরা খাগড়াছড়ির প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ে এই উদ্ধারকার্য সম্পন্ন করার ও সত্য উদঘাটনের আহ্বান জানাই। একইসাথে পাহাড়ে সমস্ত দমন-পীড়ন বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ তৈরীতে সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানাই।”

More From Author

+ There are no comments

Add yours