ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা এখনো অপহৃত চবির ছাত্রদের মুক্তি দেয়নি, অভিভাবকরা ফিরেছেন খালি হাতে

হিল ভয়েস, ১৭ এপ্রিল ২০২৫, বিশেষ প্রতিবেদক: সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এখনো পর্যন্ত চুক্তিবিরোধী ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা অস্ত্রের মুখে খাগড়াছড়ির সদর এলাকা থেকে অপহরণ করে নিয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ ছাত্র ও তাদের গাড়ির চালককে মুক্তি দেয়নি বলে জানা গেছে।

আজ (১৭ এপ্রিল) অপহরণের শিকার ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ ইউপিডিএফের নেতাদের সাথে দেখা ও আলোচনা করে মুক্তির অনুরোধ জানালেও ইউপিডিএফের নেতৃবৃন্দ কোনো সন্তোষজনক জবাব ছাড়াই অভিভাবকদের ফিরিয়ে দিয়েছেন। অভিভাবকরা খালি হাতে রাত আনুমানিক ৮টার দিকে ফিরে এসেছেন বলে জানা গেছে।

অভিভাবকদের অপহৃত কোনো ছাত্রের সাথে দেখা করতে দেওয়া হয়নি বলেও জানা গেছে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ভুক্তভোগী অভিভাবকদের প্রথমে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে অবস্থিত কুতুকছড়ি এলাকায় সড়কের পশ্চিম দিকে মোটর গাড়িতে করে কিছু দূরে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে প্রায় ৩০ মিনিট ধরে পায়ে হেঁটে ইউপিডিএফের আস্তানায় নিয়ে যাওয়া হয়।

সূত্রটি কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত না জানালেও, সেখানে উপস্থিত ইউপিডিএফের কমান্ডারগণ অপহৃতদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করার ব্যাপারে তারা পুনরায় তাদের (ইউপিডিএফের) উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে বলে জানায়। আলোচনায় কী সিদ্ধান্ত হয় সেটা ছাত্রদের অভিভাবকদের পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

তবে কবে, কখন এবং কীভাবে অপহৃতদের ফেরত দেওয়া হবে সে বিষয়টি ইউপিডিএফ স্পষ্ট করেনি বলে জানা যায়।

অপর একটি সূত্র জানায়, গতকালই ইউপিডিএফ সন্ত্রাসীরা অপহরণের শিকার ছাত্রদের মারধর করে এবং তাদের মধ্যে রিশন চাকমা ও মৈত্রীময় চাকমাকে বেশি মারধর করা হয়েছে। অপরদিকে দিব্যি চাকমা নামে অপহৃত ছাত্রীকে প্রসীতপন্থী হিল উইমেন্স ফেডারেশনের কয়েকজন কর্মীর হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল (১৬ এপ্রিল) সকাল আনুমানিক ৬.৩০ ঘটিকায় খাগড়াছড়ি সদরস্থ গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উক্ত ৫ (পাঁচ) জন শিক্ষার্থী এবং তাদের সাথে তাদের গাড়ির এক চালককে অস্ত্রের মুখে অপহরণ করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর সশস্ত্র সন্ত্রাসীরা। অপহৃত শিক্ষার্থীরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগ ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লংঙি ম্রো।

অপহৃত শিক্ষার্থীরা বিঝু উৎসব উপলক্ষে বন্ধুদের সাথে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেড়াতে যায়। বিঝু শেষে গত ১৫ এপ্রিল ২০২৫ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি সদরে চলে আসে।

More From Author