বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, চাংক্রান, সাংলান, পাতা-২০২৫ উপলক্ষে

ফাগুন

সৌরভ খিয়াং (পেহ্ চ)

ফাগুন তুমি আগুন বলে
রাগ করেছে চিলে,
ফাগুন তুমি পাহাড়ের বুকে
থাকো সুখে দুঃখে।

ফাগুন তুমি আমের মুকুল
বললো আমায় বকুল,
ফাগুন তুমি রুক্ষ ডালে
পাতা গজিয়ে দিলে।

ফাগুন তুমি শিশির সকাল
রোদে উষ্ণ বিকাল,
ফাগুন তুমি কোকিল পাখি
মিষ্টি সুরে ডাকি।

ফাগুন তুমি শোকের সকাল
ভাষা শহীদ মিনার,
ফাগুন তুমি খোলা আকাশ
বইছে উষ্ণ বাতাস।

ফাগুন তুমি পলাশ শিমুল
তোমার প্রেমে আকুল,
ফাগুন তুমি ফুলে ফলে
আসুক সবাই বলে।

More From Author

+ There are no comments

Add yours