সাজেকে ইউপিডিএফের মারধরের শিকার এক নিরীহ গ্রামবাসী

হিল ভয়েস, ৭ এপ্রিল ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের কর্তৃক এক নিরীহ গ্রামবাসী বেদম মারধরের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ওই গ্রামবাসীর কাছ থেকে দাবিকৃত মোটা অংকের চাঁদা না পেয়ে ইউপিডিএফ সন্ত্রাসীরা এই মারধর চালায় বলে জানা গেছে।

ভুক্তভোগী ওই জুম্ম গ্রামবাসীর নাম সাধন প্রিয় চাকমা (৪৫), গ্রাম-আগালাছড়া, ৩৫নং বঙ্গলতুলি ইউনিয়ন, বাঘাইছড়ি উপজেলা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ২০২৫ সাধন প্রিয় চাকমা নিজের গ্রামে অবস্থিত বাগান থেকে আনুমানিক এক লক্ষ টাকা মূল্যের ঝাড়– ফুল সংগ্রহ করে বিক্রির জন্য একটি গাড়িতে করে খাগড়াছড়ি জেলার দীঘিনালার দিকে রওনা হন।

এক পর্যায়ে গাড়িটি সাজেক ইউনিয়নের শুকনোছড়ি গ্রামে পৌঁছলে ইউপিডিএফের চাঁদা সংগ্রহকারী স্থানীয় চিফ কালেক্টর রুপেশ চাকমা ওরফে ইয়ান ও শুকনোছড়ির কালেক্টর জ্ঞান চাকমার নেতৃত্বে ইউপিডিএফের একদল সশস্ত্র সন্ত্রাসী গাড়িটির পথরোধ করে দাঁড়ায় এবং সাধন প্রিয় চাকমার কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে।

এসময় সাধন প্রিয় চাকমা নিজের বাগানের স্বল্প পরিমাণ ঝাড়– ফুল বলে চাঁদা দিতে অস্বীকার করে। এতেই ইউপিডিএফের সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে সাধন প্রিয় চাকমাকে বদম মারধর করে এবং ঝাড়– ফুলগুলো রাস্তায় ফেলে দিয়ে নষ্ট করার চেষ্টা করে।

এরপর স্থানীয় গ্রামবাসীরা সেখানে এসে সাধন প্রিয় চাকমাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ ও চাপ প্রয়োগ করলে সন্ত্রাসীরা সাধন প্রিয় চাকমাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

ইউপিডিএফের চাঁদা সংগ্রহকারী স্থানীয় চিফ কালেক্টর রুপেশ চাকমা ওরফে ইয়ান এর বাড়ি দীঘিনালা উপজেলার দীঘিনালা সদর ইউনিয়নের আমতলী গ্রামে বলে জানা গেছে।

More From Author

+ There are no comments

Add yours