পাহাড়ে ও সমতলের সংখ্যালঘু জাতিসত্তার উপর নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

হিল ভয়েস, ২৮ সেপ্টেম্বর ২০২০, নিউইয়র্ক: বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর অব্যাহত নিপীড়ন-নির্যাতনের প্রতিবাদে হিন্দু কোয়ালিশন-যুক্তরাষ্ট্র এর উদ্যোগে আমেরিকার নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার বিকাল ৪:০০ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে নিউইয়র্কে বসবাসরত হিন্দু, বড়ুয়া সম্প্রদায়ের পাশাপাশি জুম্ম অভিবাসীরাও অংশগ্রহণ করেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘পাহাড় অবৈধ সেটলার মুক্ত করা হোক’, ‘শ্রাবন্তী দন্তকে অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তর মানবো না’, ‘পার্বত্য চট্টগ্রামে সামরিক আগ্রাসন বন্ধ কর’, ‘সংখ্যালঘুদের ভূমি বেদখল বন্ধ কর’, পার্বত্য চট্টগ্রামে বহিরাগত বসতি স্থাপন বন্ধ কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন নিউইয়র্কের হিন্দু-বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু গুহ, জুম্মদের পক্ষে মংএ প্রু মারমা এবং বড়ুয়া সম্প্রদায় থেকে সিদ্ধার্থ বড়ুয়া প্রমুখ সংহতি বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশে সংখ্যালঘু নারীদের উপর নির্যাতন, খাগড়াছড়িতে মানসিক প্রতিবন্ধী জুম্ম নারীকে গণধর্ষণ, ধর্মীয় নিপীড়ন সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর অব্যাহত নিপীড়ন-নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের রাষ্ট্রের ব্যর্থতায় প্রতিবাদ জানানোয় হয়।  এসব ঘটনা বন্ধের পাশাপাশি প্রকৃত অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবি জানানো হয়।

More From Author