হিল ভয়েস, ১২ মার্চ ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পৌর শহরের ভেদভেদি কালিবাড়ি এলাকায় এক দাদু কর্তৃক ৩ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।
গত সোমবার (১০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক সুভাষ কুমার চাকমা (৬০) ওরফে জাগুলুক্কে পলাতক থাকলেও গতকাল মঙ্গলবার (১১ মার্চ) গ্রামবাসীরা ধরে এনে পুলিশের নিকট সোপর্দ করেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুর মা বলেন, গত রবিবার (৯ মার্চ) রাতে শিশুটি তার দাদু এবং দাদির সাথে ঘুমিয়ে ছিল। পরদিন সকালে তার দাদি আমার মেয়ে শিশু এবং শিশুর দাদুকে বিছানায় রেখে কাজে বের হয়। সকাল ৭ টার দিকে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকে। মেয়ের কান্না শব্দ শুনে আমি দেখতে গেলে মেয়ে বিছানা থেকে উঠে আসে। আমাকে বলে তার দাদু তার যৌনাঙ্গে আঘাত করেছে। আমি এর প্রতিবাদ করলে আমার শ্বশুর আমার সাথেও খারাপ মন্তব্য করে। এক পর্যায়ে আমাদের হাতাহাতির মত অবস্থা হয়। আমার স্বামী আসায় এটি হয়নি।
পরে দুপুরে মেয়ে প্রস্রাব করার পর জ্বালাপোড়ার কারণে কান্না করতে থাকে। শরীরে জ্বর আসে। এটি না কমায় ঘটনার দিন রাত সাড়ে ১০ টার দিকে হাসপাতালে ভর্তি করি। এরপর ডাক্তার বিভিন্ন পরীক্ষা করার পরামর্শ দেয়। জ্বর কমার ঔষধ খাওয়ানোর পর মেয়েটির ডান গাল ফুলে যায়। ডাক্তার বলেছে, দাঁতে সংক্রমণ হয়েছে।
ভুক্তোভোগীর মা আরো বলেন, তার শ্বশুর নিয়মিত মদ পান করে। মদ পানের পর এলাকার প্রতিবেশীদের সাথে ঝগড়ায় জড়ায়। এ ঘটনায় আমি শ্বশুরের বিচার চাই। কিন্তু আমার স্বামী তার বাবার বিরুদ্ধে মামলা করতে চায় না।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নারী শিশু নির্যাতন প্রতিরোধ সেলের প্রোগ্রাম অফিসার মো: এমদাদ উল্লাহ বলেন, এ ঘটনাটি পুলিশ অবহিত হয়েছে। এ ঘটনায় পুলিশি মামলা হবে। মামলার জন্য হাসপাতালে ভিক্টিমের প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাদীর সম্মতি পেলে মামলা দায়ের হবে। সে হিসেবে আমরা কার্যক্রম গুছিয়ে নিচ্ছি।