পানছড়ির ধুধুকছড়ায় গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত

হিল ভয়েস, ৪ মার্চ ২০২৫, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় গুলিবিদ্ধ হয়ে রূপসী চাকমা (২৬) নামে এক নারী নিহত হয়েছেন।

গতকাল সোমবার (৩ মার্চ) সকাল ১১ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি হেমন্ত চাকমার স্ত্রী বলে জানা গেছে। তিনি বন্দনা চাকমা নামে এক কন্যা সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮টার সময় ইউপিডিএফের প্রসীত গ্রুপের একটি সশস্ত্র দল দক্ষিণ ধুধুকছড়া এলাকায় এসে পার্বত্য চুক্তি সমর্থকদের উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় সকাল ১১টার দিকে ইউপিডিএফ এলোপাতাড়ি গুলি বর্ষণ করলে নিজ ঘরে থাকা রূপসী চাকমা গুলিবিদ্ধ হন। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, পানছড়িতে ৯ জুন ২০২২ তারিখে সরকারের কাছে পেশ করার জন্য অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল হকের নিকট দাবিনামা জমা দেয়ার পর ইউপিডিএফ ১১ জুন ২০২২ তারিখে চুক্তি পক্ষ কর্মীদের উপর সশস্ত্র হামলা শুরু করে। তারপর থেকে ইউপিডিএফ চুক্তি পক্ষ কর্মীদের উপর হামলাসহ চুক্তি সমর্থক এলাকাবাসীর উপর খুন, অপহরণ, মোবাইল ছিনতাই ইত্যাদি মানবতা বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত ১৪ ডিসেম্বর ২০২৪ লোগাং ইউনিয়নের হাতিমারা এলাকায় অনুষ্ঠিত চাকমাদের একটি বিয়ে অনুষ্ঠানে ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি দল হঠাৎ হানা দিয়ে ৩ নিরীহ জুম্মকে অপহরণ, ৬-৭ ব্যক্তিকে বেদম মারধর এবং ৫০-৬০ জনের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

গত ৮ জানুয়ারি ২০২৫ পানছড়ির ধুধুকছড়া থেকে নয়নজ্যোতি চাকমা (৪৩) ও সাগর চাকমা (৪৫) নামক দুই নিরীহ গ্রামবাসীকে অপহরণ করে এবং ২০/৩০ জনের কাছ থেকে মোবাইল ছিনতাই করে । পরে নয়ন জ্যোতি চাকমা থেকে ১২ লক্ষ ও সাগর চাকমার থেকে ৬ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়।

More From Author