হিল ভয়েস, ১৮ আগস্ট ২০২০, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি: সেনাবাহিনী কর্তৃক রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নে জুম্ম গ্রামবাসীর ৮টি বাড়ি তল্লাসী ও খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুবলঙে ৮টি বাড়ি তল্লাসী
স্থানীয় সূত্রে জানা গেছে যে, গতকাল ১৭ আগস্ট ২০২০ সোমবার অনুমানিক বেলা ২:০০ ঘটিকার সময় সুবলং আর্মি ক্যাম্পের (২০ বেঙ্গল) ক্যাপ্টেন রেজাউল-এর নেতৃত্বে একদল সেনা সদস্য সন্ত্রাসী খোঁজার নামে সুবলং ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের স্থানীয় নিরীহ অসহায় ৮ জন গ্রামবাসীর বাড়িঘরে তল্লাশি চালিয়েছে।
এ সময় সেনা সদস্যরা বাড়ির জিনিষপত্র তছনছ করেছে ও বাড়ির লোকদেরকে অহেতুক জিজ্ঞাসাবাদ করে হয়রানি করেছে।
যাদের বাড়ি-ঘরে তল্লাশি চালানো হয়েছে নিচে তাদের নাম ও ঠিকানা হলো- ১) প্রমোদ চাকমা (২৬), পিতা- নলিনী রন্জন চাকমা, সাং-বাঘা মুখ; ২) উত্তম চাকমা (৩৭), পিতা- মৃত কুল্যে পাত্তি চাকমা, সাং-বাঘা মুখ; ৩) পতঙ্গ চাকমা (৬০), পিতা- মৃত বাদি বৈদ্য চাকমা, সাং- যৌথ খামার; ৪) অরুন চাকমা (৪২) পিতা- শ্যাম চেদা চাকমা, সাং-যৌথ খামার, ৫) কিরন চাকমা (২৫), পিতা- বিমল চাকমা, সাং-যৌথ খামার, ৬) বিমল চাকমা (৪৮), পিতা- মৃত চন্দ্র মোহন চাকমা, সাং-যৌথ খামার, ৭) চন্দ্র সেন চাকমা (৭০), পিতা- মৃত ইন্দ্র কুমার চাকমা, সাং-যৌথ খামার; এবং ৮) বিনিময় চাকমা (৪২), পিতা- চন্দ্র সেন চাকমা, সাং-যৌথ খামার।
মানিকছড়িতে ২ জনকে গ্রেফতার
গত ১৬ আগস্ট ২০২০ রবিবার সন্ধ্যায় খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনী কর্তৃক ২ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- সমেন্দ্র ত্রিপুরা ওরফে সুদীপ্ত (৩৫), পিতা- পাইতা ত্রিপুরা, গ্রাম- সুকান্ত মহাজন পাড়া, সিন্দুকছড়ি, গুইমারা এবং মোটর সাইকেল চালক মমংশি মারমা (৩০), পিতা- অজ্ঞাত, গ্রাম- টিলাপাড়া, কালাপানি গুইমারা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭:০০ টার সময় মমংশি মার্মার ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে যাবার পথে মানিকছড়ি সড়কের জোরখাম্বা নামক স্থানে একদল সেনা সদস্য তাদের গতিরোধ করে। পরে সেনারা তাদেরকে আটক করে নিয়ে যায় এবং রাতে তাদেরকে মানিকছড়ি থানায় হস্তান্তর করে।
রাতভর থানায় আটকে রাখার পর গতকাল ১৭ আগস্ট সোমবার সকালে সমেন্দ্র ত্রিপুরাকে মিথ্যা মামলা দিয়ে খাগড়াছড়ি জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। আর মোটর সাইকেল চালক মমংশি মারমাকে এখনো মানিকছড়ি থানায় রাখা হয়েছে বলে জানা গেছে (সিএইচটি নিউজ)।