হিল ভয়েস, ১২ ফেব্রুয়ারি ২০২৫, বান্দরবান: বান্দরবান জেলাধীন রুমা উপজেলার রুমা সেনা গ্যারিসনের অধীন রুমা বাজার সেনা ক্যাম্পের কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আল আমিন নির্দেশ দিয়েছেন, সেনাবাহিনীর অনুমতি ব্যতীত বাজারে কোনো কিছু বিক্রিও করা যাবে না এবং ক্রয়ও করা যাবে না।
গতকাল ১১ ফেব্রুয়ারি ২০২৫ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ আল আমিন রুমা বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে ক্যাম্পে ডেকে এই নির্দেশ দেন বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।
উক্ত নির্দেশ অনুযায়ী, আজ (১২ ফেব্রুয়ারি) থেকে রুমার কোনো গ্রামের কোনো আদিবাসী জুম্ম গ্রামবাসী বা ব্যবসায়ী কোনো পণ্য ক্রয় ও বিক্রয় করতে গেলে আগেভাগে সেনাবাহিনীর অনুমতি নিতে হবে। এমনকি কী জিনিস ক্রয়-বিক্রয় করবে এবং কী পরিমাণ ক্রয়-বিক্রয় করবে তাও সেনাবাহিনীতে অবহিত করতে হবে।
সেনাবাহিনীর উক্ত নির্দেশের পর গতকাল রাত ৯ টার দিকে রুমা সদরের মায়াকুঞ্জ রেস্ট হাউজে বাজার কমিটির সদস্যবৃন্দ একটি জরুরি সভায় বসেন বলে জানা যায়। উক্ত সভায় নেতৃবৃন্দ সেনাবাহিনীর অনুমতি ব্যতীত পণ্য ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করেন এবং উক্ত নিষেধাজ্ঞা রুমার ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ক্ষতি করবে বলে মত দেন। এছাড়া এধরনের নিষেধাজ্ঞা মানবাধিকার লংঘন বলে তারা অভিমত ব্যক্ত করেন।
উক্ত সভায় বাজার কমিটির নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে সেনাবাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের নিকট যাবেন এবং উক্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাবেন বলে সিদ্ধান্ত হয়। উক্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া না হলে তারা ব্যবসা বন্ধ করবেন বলে জানান।