চাঁদা দাবি করে না পেয়ে রবি’তে কাজ করা একজন শ্রমিককে অপহরণ ইউপিডিএফ’র

হিল ভয়েস, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বিশেষ প্রতিবেদন: চাঁদা দাবি করে নির্ধারিত সময়ে না পেয়ে চুক্তিবিরোধী ইউপিডিএফ বেসরকারি মোবাইল অপারেটর রবি’র টাওয়ার ঠিক করতে যাওয়া এক শ্রমিককে অপহরণ করেছে চুক্তিবিরোধী ইউপিডিএফ।

জানা যায়, চুক্তিবিরোধী ইউপিডিএফ রবি’র কাছ থেকে এককালিন ৫ কোটি টাকা আর প্রতি মাসে ৩৪ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে অন্তত ২১টি নেটওয়ার্ক টাওয়ার নষ্ট করে দেয়।

নির্ধারিত সময়ে চাঁদা পরিশোধ না করায় গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি থেকে টাওয়ার ঠিক করতে যাওয়া পাহাড়ি সম্প্রদায়ের এক ডেইলি লেবারকে তুলে নিয়ে গেছে বলে জানা গেছে। তার বাড়ি রাঙামাটি শহরেই। তিনি তিন সন্তানের জনক।

তার স্বজনরা প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন। তবে একাধিক সূত্রের সাথে আলাপকালে জানা গেছে, অপহৃত শ্রমিক রবি কোম্পানীর সিকিউরিটির দায়িত্বে থাকা হাইজিন সার্ভিস লিমিটেড এর হয়ে দৈনিক মুজুরির ভিত্তিতে নিয়োজিত ছিলো বলে কোম্পানীটির দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

তিনি জানান, খাগড়াছড়ির পানছড়ির ০৩ নাম্বার টাওয়ারের জেনারেটর মেরামত করতে গেলে মঙ্গলবার বিকেলে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে মুঠোফোনের মাধ্যমে রবির কর্মকর্তাদের সেখানে যেতে শর্তারোপ করা হয়। এই বিষয়টি বিভিন্ন সংস্থাকে জানানো হলেও অপহৃতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি বলে প্রতিবেদককে জানিয়েছেন পানছড়ি থাকার ওসি জসিম উদ্দিন।

এদিকে, স্থানীয় একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, অপহরণের শিকার ব্যক্তিকে চেঙ্গি ইউনিয়নের ইউপিডিএফ নিয়ন্ত্রিত মনিপুর এলাকায় রাখা হয়েছে।

উল্লেখ্য, দেশের চলমান পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে ইউপিডিএফ তাদের রাজনৈতিক কুটকৌশল তথা রাষ্ট্রকে অস্থিতিশীল করার লক্ষ্যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভারী আগ্নেয়াস্ত্র সংগ্রহের মিশনে নেমেছে।

More From Author