শিক্ষাপ্রতিষ্ঠানে স্বরসতী পূজার ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় যুব ঐক্য পরিষদের তীব্র নিন্দা

হিল ভয়েস, ২ ফেব্রুয়ারি ২০২৫, ঢাকা: বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রী শ্রী স্বরসতী পূজার ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিতে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিস্পৃহতায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক সুজিত ঘোষের স্বাক্ষরিক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, বাংলাদেশে আবহমানকাল ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী শ্রী শ্রী স্বরসতী দেবীর পূজা আয়োজন করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ধর্ম-বর্ণ-জাতি-লিঙ্গ নির্বিশেষে সকলেই এই দিনটি উদযাপন করে থাকে। সকলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি একটি জাতীয় দিবসে রূপান্তরিত হয়েছে।

কিন্তু অতি সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নরসিংদী সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বা ব্যানারের উপরে অন্য প্রতিষ্ঠানের ব্যানার ইচ্ছাকৃতভাবে টাঙিয়ে দেয়া হয়েছে- যা ইতোপূর্বে কোনদিন দেখা যায়নি। এই ধরনের ঘটনা বৈষম্যমূলক এবং অত্যন্ত নিন্দনীয়। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ অদ্যাবধি বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লেখিত ঘটনাসমূহের তদন্ত ও দোষীদের বিচারের সম্মুখীন করার ক্ষেত্রে আইন-শৃংখলা বাহিনী ও সরকারের দৃশ্যমান কোনো ভূমিকা দেখতে পায়নি এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতীত অভিজ্ঞতার আলোকে মনে করেন, আইন-শৃংখলা বাহিনী ও সরকারের নিস্পৃহতা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা আরো উসকে দেবে।

এমতাবস্থায়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতিত্রয় শিমুল সাহা, সজীব বড়ুয়া ও মিল্টন সেবাসটিয়ান গোমেজ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিল্লোল সরকারসহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রী শ্রী স্বরসতী পূজার ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার তদন্ত ও দোষীদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করার ক্ষেত্রে সরকারের নিস্পৃহতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। একই সাথে, কেন্দ্রী নেতৃবৃন্দ অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও জোর দাবি জানায়।

এদিকে গত ৩ বছর যাবৎ ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবে বিদ্যা ও জ্ঞানার্জনের দেবী শ্রী শ্রী স্বরসতী দেবীর পূজার্চনা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এ বছর প্রেস ক্লাবের বর্তমান কমিটি পূজা আয়োাজনের অনুমোদন প্রদান করেনি, যা অত্যন্ত নিন্দনীয় এবং প্রেস ক্লাবের অসাম্প্রদায়িক নীতিমালার পরিপন্থী। বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের বর্তমান কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেছে এবং জাতীয় প্রেস ক্লাবে বিগত বছরগুলোর ন্যায় এবারও শ্রী শ্রী স্বরসতী পূজা আয়োজন করার জন্যে জোর দাবি জানিয়েছে।

More From Author