পাহাড়িদের ওপর হামলায় ড. ইউনূসের পদক্ষেপ দাবিতে ১০৩ আন্তর্জাতিক সংগঠনের চিঠি

হিল ভয়েস, ১ ফেব্রুয়ারি ২০২৫, বিশেষ প্রতিবেদন: রাজধানীতে পাহাড়ি শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা, জাপান, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ১০৩টি সংগঠন ও ২৫৬ ব্যক্তি।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) এক খোলাচিঠি দিয়ে এ আহ্বান জানানো হয়। থাইল্যান্ডভিত্তিক ইনডিজেনাস পিপলস প্যাক্টের ওয়েবসাইটে এ খোলাচিঠি প্রকাশ করা হয়েছে।

চিঠিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চিঠিতে বলা হয়, ‘জাতীয় পাঠ্যপুস্তক থেকে “আদিবাসী” শব্দসংবলিত চিত্রকর্ম বাতিলের প্রতিবাদে “আদিবাসী শিক্ষার্থীরা” শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন। এই বিক্ষোভে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। বাংলাদেশের ছাত্র আন্দোলনে আদিবাসী শিক্ষার্থীরা যে অবদান রেখেছিল, তার নিদর্শন হিসেবে এটি অন্তর্ভুক্ত করা হয়েছিল। অনেকে এর প্রশংসাও করেছিলেন। তবে সেটি ফেলে দেওয়ার পর এর প্রতিবাদ করায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানাই আমরা। আমরা আহ্বান জানাচ্ছি, হামলাকারীদের বিচারের আওতায় আনুন ও পাঠ্যবইয়ে সেই চিত্রকর্ম ফিরিয়ে আনুন।’

গত ১৫ জানুয়ারি রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য-পুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’র বিক্ষোভে স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন হামলা চালায়। আন্তর্জাতিক সংগঠনগুলোর চিঠিতে বলা হয়েছে, স্টুডেন্টস ফর সভারেন্টি একটি সাম্প্রদায়িক সংগঠন। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে পাঠ্যবইয়ে যে ‘আদিবাসী’ টার্মটি ব্যবহার করা হয়েছিল, তারা এর বিরোধিতা করে থাকে। এ হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন।

যেসব সংগঠন এ খোলাচিঠি লিখেছে, তার মধ্যে রয়েছে ডেনমার্কের ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ অন ইনডিজেনাস অ্যাফেয়ার্স, সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল মুভমেন্ট অব ক্যাথলিক স্টুডেন্টস প্যাক্স রোমানা, ফ্রান্সের লা ভোইক্স জুম্মাস, যুক্তরাজ্যের মাইনরিটি রাইটস গ্রুপ, জাপানের সিমিন গাইকৌ সেন্টার।

এ চিঠিতে প্রধান উপদেষ্টার কাছে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়েছে। তার মধ্যে রয়েছে-

  • হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে।
  • হামলায় যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করতে হবে।
  • বিক্ষোভকারীদের পরিবার এবং আন্দোলনে যারা জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়া বইয়ে আদিবাসী সংবলিত চিত্রকর্ম ফিরিয়ে আনার দাবিও করেছে সংগঠনগুলো।

More From Author