বরকলে বিজিবি কর্তৃক জনসংহতি সমিতির কার্যালয় ঘেরাও ও আশেপাশের এলাকা তল্লাশি

হিল ভয়েস, ১১ জানুয়ারি ২০২৫, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির থানা শাখার কার্যালয় ঘেরাও ও আশেপাশের এলাকা তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হিল ভয়েসের স্থানীয় প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার (১০ জানুয়ারি ) দিবাগত রাত ২.৩০ টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বরকল থানা শাখার কার্যালয়ে ঘেরাও করে এবং কার্যালয়ের আশেপাশে তল্লাশি চালায়। তবে কার্যালয়টি ঘেরাও করলেও বিজিবি সদস্যরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেনি।

এরপর আনুমানিক ৩:৩০ টার দিকে বরকল সদরের বাবু পাড়া গ্রামে গিয়ে কিছুক্ষণ টহল দেয়ার ক্যাম্পে চলে যায় বলে জানা গেছে।

উল্লেখ্য, অনেক দিন ধরে জনসংহতি সমিতির উক্ত কার্যালয় বন্ধ হয়ে রয়েছে এবং কার্যালয়ে পার্টির কোন কার্যক্রমও চলছে না। তা সত্ত্বেও জনসংহতি সমিতির কার্যালয় ঘেরাও করা হলো এবং বাবু পাড়া গ্রামে টহল অভিযান পরিচালনা করলো। এ নিয়ে এলাকার লোকজন উদ্বেগ প্রকাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রামবাসী বলেন, রাত্রে প্রস্রাবে উঠে দেখেন যে বিজিবি সদস্যরা গ্রামে টহল দিচ্ছে। এতে তিনি আর তার পরিবার ভয়ভীতির মধ্যে রাতটি কাটিয়েছেন এবং তারা খুব আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি।

More From Author