পানছড়িতে আবারও অস্ত্রের মুখে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক দুই গ্রামবাসীকে অপহরণ

হিল ভয়েস, ৮ জানুয়ারি ২০২৫, পানছড়ি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার অন্তর্গত ধুদুকছড়া থেকে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীর দ্বারা অস্ত্রের মুখে দুই গ্রামবাসীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (৮ জানুয়ারি) সকাল ৭.৩০ ঘটিকার সময় উক্ত অপহরণের ঘটনাটি ঘটে।

অপহরণের শিকার দুই গ্রামবাসী হল- নয়নজ্যোতি চাকমা (৪৩), পিতা-কৃষ্ণ মোহন চাকমা, গ্রাম-  উত্তর ধুদুকছড়া ও সাগর চাকমা (৪৫), পিতা- জীবন কৃষ্ণ চাকমা, গ্রাম- দক্ষিণ ধুদুকছড়া।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ৭.৩০ ঘটিকার সময় নিকোলাস চাকমা, পবিত্র চাকমা, সুজয় চাকমা, রবি চাকমা, আপন চাকমার নেতৃত্বে ২০-৩০ জন ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী দুদুকছড়া গ্রামে প্রবেশ করে উক্ত দুই গ্রামবাসীদেরকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

এছাড়া, ২০/৩০ জন গ্রামবাসী থেকে জোরপূর্বক মোবাইল ছিনতাই করে নিয়ে যায় এবং হুমকি দেয়।

অপহরণের শিকার গ্রামবাসীদের ধুদুকছড়া ভারতবর্ষ পাড়ায় ইউপিডিএফ এর আস্তানায় রাখা হয়েছে বলে একটি বিশেষ সূত্রে জানা যায়।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ২০২৪ খাগড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের হাতিমারা এলাকায় অনুষ্ঠিত চাকমাদের একটি বিয়ে অনুষ্ঠানে পার্বত্য চুক্তি বিরোধী ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি দল হঠাৎ হানা দিয়ে ৩ নিরীহ জুম্মকে অপহরণ, ৬-৭ ব্যক্তিকে বেদম মারধর এবং ৫০-৬০ জনের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।

পানছড়িতে বিয়ে অনুষ্ঠান থেকে ইউপিডিএফ সন্ত্রাসী কর্তৃক ৩ জনকে অপহরণ, অনেককে মারধর ও মোবাইল ছিনতাই

More From Author