হিল ভয়েস, ২৫ ডিসেম্বর ২০২৪, বান্দরবান: বান্দরবান জেলাধীন রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নে বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর সন্ত্রাসীরা অব্যাহতভাবে চাঁদাবাজি, গ্রামবাসীদের হুমকি প্রদান ও হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কেএনএফ এর ১৮ জনের একটি সশস্ত্র দল পাইন্দু ইউনিয়নের নিয়াংক্ষ্যং পাড়া গ্রামে এসে গ্রামবাসীদের কাছ থেকে জোরপূর্বক ১০ হাজার টাকা, দুইটা মোরগ ও একটি পাওয়ার ব্যাংক নিয়ে গেছে।
এর পূর্বে, গত ৯ ডিসেম্বর ২০২৪ রাত আনুমানিক ৯:৩০ টার দিকে বম পার্টি খ্যাত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ১৮ জনের একটি সশস্ত্র দল বান্দরবান জেলার রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঞংক্ষ্যং ওয়া পাড়া গ্রামে প্রবেশ করে ৫০ হাজার টাকা ও ১০ মন চাউল চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া যায়।