বরকলে বিজিবি কর্তৃক ১৩০ মন তিল, বোটসহ ১২ জুম্ম গ্রামবাসী আটকের শিকার

হিল ভয়েস, ২৪ ডিসেম্বর ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ১২ জন জুম্ম গ্রামবাসীকে তাদের নিজস্ব জুমের ১৩০ মন তিল ও ১১টি ট্রলার বোটসহ আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আটককৃত জুম্মদের তাদের তিল ও বোট সহ আইমাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভুয়াটেক বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে। আটক করেন ঐ বিজিবি ক্যাম্পের সুবেদার মাসুদ এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য।

বিজিবির অভিযোগ, জব্দকৃত ওই তিল ভারতের।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত তিলগুলো জুম্মদের নিজেদেরই জুম থেকে সংগ্রহ করা তিল। তারা সেই তিলগুলো বিক্রির জন্য ছোট ছোট ট্রলার বোটযোগে রাঙ্গামাটি শহরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রস্ততি নিচ্ছিছিলেন। আজ (২৪ ডিসেম্বর) আনুমানিক ৪টার দিকে বিজিবি সদস্যরা বোটসহ সেগুলো জব্দ করে এবং মালিকদের আটক করে।

আটকের শিকার ব্যক্তিরা হলেন- ১. সোনাধন চাকমা, পিতা-ফরচান চাকমা, গ্রাম-ভুয়াটেক ২. চিত্তিহালা চাকমা, পিতা-বীরো নাকচ চাকমা, গ্রাম-ভুয়াটেক, ৩. বিজয় লাল চাকমা, পিতা-প্রেমরাম চাকমা, গ্রাম-ভুয়াটেক, ৪. বুদ্ধধন চাকমা, পিতা-সাধন চাকমা, গ্রাম-ভুয়াটেক, ৫. সাধন চাকমা, পিতা-প্রেমরাম চাকমা, গ্রাম-ভুয়াটেক, ৬. ইরা রঞ্জন চাকমা, পিতা-পুচ্চা মুনি চাকমা, গ্রাম-কালাবন ছড়া (মাল্য ছড়া), ৭. বিনয় শংকর চাকমা, পিতা-অরুন বিকাশ চাকমা, গ্রাম-চান্দবী ঘাট, ৮. দেব শংকর চাকমা, পিতা-অরুণ বিকাশ চাকমা, গ্রাম-চান্দবী ঘাট, ৯. কান্তি বিজয় চাকমা, পিতা-শীব রতন চাকমা, গ্রাম-চান্দবী ঘাট, ১০. বিমল চাকমা, পিতা-মায়া রতন চাকমা, গ্রাম-ভুয়াটেক, ১১. দেবাশীষ চাকমা, পিতা-দেব শংকর চাকমা, গ্রাম-ভুয়াটেক, ১২. লক্ষী রঞ্জন চাকমা, পিতা-শশী কুমার চাকমা, গ্রাম-ভুয়াটেক। তারা সবাই আইমাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।

More From Author