বিলাইছড়ির বড়থলিতে নতুন সেনা ক্যাম্প ও হেলিপ্যাড স্থাপন করা হচ্ছে

হিল ভয়েস, ১৩ ডিসেম্বর ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের গঙ্গাপাড়া এলাকায় সেনাবাহিনী কর্তৃক নতুন সেনা ক্যাম্প ও একটি হেলিপ্যাড স্থাপন করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

আজ ১৩ ডিসেম্বর ২০২৪ থেকে বান্দরবান জেলার ৬৯ পদাতিক ব্রিগেডের অধীন রুমা সেনা জোনের ২৮-বীর এর টু-আই-সি জনৈক মেজরের নেতৃত্বে এই সেনা ক্যাম্প ও হেলিপ্যাড স্থাপনের কাজ শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরো জানা যায়, সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের জন্য প্রথমে গঙ্গাছড়া বৌদ্ধ বিহারের জায়গাটি অর্থের বিনিময়ে ক্রয় করতে চায়। কিন্তু স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী জনগণ তাতে অসম্মতি জানান।

এরপর সেনাবাহিনী একতরফাভাবে জোর করে বৌদ্ধ বিহারের দক্ষিণ-পশ্চিমের টিলাটিতে ক্যাম্প ও হেলিপ্যাড স্থাপনের কাজ শুরু করে।

More From Author