পিসিপির বাঘাইছড়ি থানা শাখা কাউন্সিল ও সম্মেলন: অবশ্যই পার্বত্য চুক্তির বাস্তবায়ন হতে হবে বলে বক্তাদের অঙ্গীকার

হিল ভয়েস, ১৩ ডিসেম্বর ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), বাঘাইছড়ি থানা শাখার ২২তম এবং উপজেলার শিজক কলেজ শাখার ২০তম, সারোয়াতুলি ও খেদারমারা ইউনিয়ন পিসিপির ১ম কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তাগণ অবশ্যই পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন হতে হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

আজ ১৩ ডিসেম্বর ২০২৪ সকাল আনুমানিক ৯:০০ টার দিকে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্রসমাজ অধিকতর সামিল হউন’ শ্লোগানে বাঘাইছড়ির উগলছড়ি মুখ(বটতলা) কমিউনিটি সেন্টারে উক্ত কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

পিসিপির বাঘাইছড়ি থানা শাখার বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক চিবরন চাকমার সঞ্চালনায় ও বিদায়ী কমিটির সভাপতি পিয়েল চাকমার সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির সভাপতি পুলকজ্যোতি চাকমা। এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক বিপর্শী চাকমা, বাঘাইছড়ি মহিলা সমিতির সভাপতি লক্ষীমালা চাকমা, যুব সমিতির সাংগঠনিক সম্পাদক সুমেধ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ভদ্রাদেবী তঞ্চঙ্গ্যা ও পিসিপি রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের বিদায়ী কমিটির তথ্য-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুকেন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে পুলকজ্যোতি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর যাঁরা চুক্তি মোতাবেক অস্ত্র জমা দিয়ে বাইরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদের বয়স এখন প্রায় শেষান্তে, তাঁরা দিন দিন বয়োবৃদ্ধ হচ্ছেন। কিন্তু পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন তো অবশ্যই হতে হবে। জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা অবশ্যই হতে হবে। তার জন্য নবীনদের হাল ধরতে হবে। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কর্মীদেরকেই সেই মহান দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিয় তঞ্চঙ্গ্যা বলেন, বাংলাদেশে বিদ্যমান যে শিক্ষাব্যবস্থা, সে শিক্ষা ব্যবস্থাটা আমাদের জুম্ম তরুণ ছাত্র সমাজের হাতে শুধুমাত্র একটা চাকরি গুঁজে দিতে পারে বটে কিন্তু দীর্ঘ কয়েকযুগ ধরে পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠীর যে দমন-পীড়ন, যে অন্যায় অপশাসন সেখান থেকে মুক্তির শিক্ষাটা দিতে পারবে না। কাজেই আমাদের তরুণ ছাত্র সমাজের অবশ্যই সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে, যে শিক্ষাটার মধ্যে জুম্ম জাতির জাতীয় মুক্তির দিশা রয়েছে। যে শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কর্মীরা মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শ ধারণ করে চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে সামিল হবে।

ভদ্রাদেবী তঞ্চঙ্গ্যা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে দিনকে দিন নানান সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে। পাহাড় তথা বাংলাদেশের জন্য এই লক্ষণটা মোটেও শুভকর নয়।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তিনি একজন নোবেলজয়ী। দেশে-বিদেশে তথা আন্তর্জাতিক পরিমন্ডলে তাঁর একটা গ্রহণযোগ্যতা বা সুনাম রয়েছে। আমরা আশাবাদী, তিনি অবশ্যই পাহাড়ের সমস্যাকে সমাধানের জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে তিনি দ্রুত সময়ে যুগোপযোগী পদক্ষেপ নিবেন।

সুমন চাকমা বলেন, আমাদের তরুণ সমাজের মধ্যে এখনো রাজনীতি বিমুখতার ভূতটি ঘাড় থেকে নামেনি। আমি মনে করি কোনো না কোনোভাবে অবশ্যই এই রাজনীতি বিমুখতার জন্য শাসকগোষ্ঠী দায়ী। কারণ একটি জাতির সবচেয়ে অগ্রগামী বা সবচেয়ে প্রগতিশীল অংশ হচ্ছে তরুণ সমাজ। এই তরুণ সমাজের একটি অংশকেও যদি রাজনীতি বিমুখ করে রাখা যায়, তাহলে সেই জাতির মেরুদন্ডকে ভেঙে দেওয়ার মতোই। সে জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে তাকে অনেক বেগ পেতে হয়।

তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের ২৭ বছর অতিক্রম হলেও এখনো পর্যন্ত মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ার ফলে জনগণের মধ্যে হতাশা বেড়ে গেছে। কিন্তু পাহাড়ের মানুষ অধিকার চায়। অধিকার নিয়ে মানুষের মত করে বেঁচে থাকতে চায়। ফলে তাঁরা আরও নতুন করে জুম্ম জাতীয় মুক্তির স্বপ্ন-আকাঙ্খা বুকে ধারণ করে ভাবতে বাধ্য হচ্ছে।

আলোচনা সভা শেষে চিবরন চাকমাকে সভাপতি, উদ্দীপন চাকমাকে সাধারণ সম্পাদক ও সুদর্শন চাকমাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়ে পিসিপির বাঘাইছড়ি থানা শাখার ২২ তম; রুপেজ চাকমাকে সভাপতি, জগৎ আলো চাকমাকে সাধারণ সম্পাদক ও রিপন জ্যোতি মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পিসিপির শিজক কলেজ শাখার ২০ তম; সোহেল চাকমাকে সভাপতি, স্বপন চাকমাকে সাধারণ সম্পাদক ও নেপোলিয়ন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে সারোয়াতুলি ইউনিয়ন আঞ্চলিক শাখার প্রথম এবং অসীম চাকমাকে সভাপতি, শিশির চাকমাকে সাধারণ সম্পাদক ও ডাল্টন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১নং খেদারমারা ইউনিয়ন আঞ্চলিক শাখার প্রথম কমিটি গঠন করা হয়।

সম্মেলন শেষে বাঘাইছড়ি থানা শাখার নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুপ্রিয় তঞ্চঙ্গ্যা এবং পিসিপির শিজক কলেজ, সারোয়াতুলি ও খেদারমারা ইউনিয়ন আঞ্চলিক শাখার নবাগত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চাকমা।

More From Author