হিল ভয়েস, ৩০ নভেম্বর ২০২৪, বান্দরবান: বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নে একদল সেটেলার বাঙালি এক মারমা গ্রামবাসীর জুমের ফসল ও কলাবাগান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগী গ্রামবাসীর ৩-৪ লক্ষ টাকা সমমূল্যের শবজি ও ফল নষ্ট হয়েছে বলে জানা গেছে।
গতকাল (২৯ নভেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ওই মারমা গ্রামবাসীর নাম চাচিংমং মারমা (৬০), পীং-মৃত পাউমং মারমা, ৩নং নয়াপাড়া ইউনিয়ন।
স্থানীয় সূত্র জানায়, গত ২৮ নভেম্বর ২০২৪ বিকেলের দিকে পার্শ্ববর্তী সেটেলার বাঙালিদের কয়েকটি গরু চাচিংমং মারমার জুমে প্রবেশ করে। এসময় দুয়েকজন সেটেলার বাঙালিও ছিল। এক পর্যায়ে গরুগুলো চাচিংমং মারমার জুমের বেশ কিছু সীমগাছ ও কলাগাছ খেয়ে ফলে।
চাচিংমং মারমার এক ছেলে খবর পেয়ে গরুগুলো জুম থেকে তাড়িয়ে দেয়। এসময় একটি গুরুর পায়ে একটু চামড়া ফেটে রক্ত বের হয়।
উক্ত ঘটনার জেরে গতকালই গভীর রাতে একদল সেটেলার বাঙালি জুমে গিয়ে ৩ একর পরিমাণ জমির বাজারজাত উপযুক্ত ফসল এবং ৫ একর পরিমাণ কলাবাগান সম্পূর্ণ কটে দেয়।
আজ (৩০ নভেম্বর) সকালের দিকে জুমের মালিক সাচিংমং মারমা বিষয়টি স্থানীয় কার্বারি, মেম্বার, হেডম্যান ও চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেছেন বলে জানা গেছে।
বিষয়টি স্থানীয় থানায়ও অভিযোগ করার কথা রয়েছে বলে জানা গেছে