জুরাছড়ি ও রাঙ্গামাটি সদর উপজেলায় সেনা টহল, হয়রানি, ভীতি

হিল ভয়েস, ১৫ নভেম্বর ২০২৪, রাঙ্গামাটি: সম্প্রতি রাঙ্গামাটি জেলাধীন জুরাছড়ি উপজেলা ও রাঙ্গামাটি সদর উপজেলার জুম্ম গ্রামে সেনাবাহিনী টহল অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে। টহল অভিযানের সময় সেনা সদস্যরা বাড়ি ঘেরাও, বাড়ির মালিককে হয়রানি, জুতা পায়ে বৌদ্ধ বিহারে প্রবেশ করে ধর্মীয় পরিহানি এবং এলাকায় ভীতির পরিবেশ সৃষ্টি করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৪ নভেম্বর ২০২৪ রাত আনুমানিক ৭:৩০ টার দিকে জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নে অবস্থিত ২বীর সেনা জোনের অধীন শীলছড়ি সেনা ক্যাম্প হতে জনৈক সুবেদারের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সেনাদল ১নং জুরাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় টহল অভিযান চালায়।

এসময় সেনা সদস্যরা ৪নং ওয়ার্ডের ঘিলাতলী (ভাগ্যগালা) গ্রামের জুয়েল চাকমা, পীং-সাধন কুমার চাকমা নামে এক গ্রামবাসীর বাড়ি ঘেরাও করে। সেই সময় জুয়েল চাকমা বাড়িতে ছিলেন না। সেনা সদস্যরা জুয়েল চাকমার খোঁজ নেয়। এতে জুয়েল চাকমার পরিবারের লোকজন আতঙ্কিত হয়। ঐদিন জুয়েল চাকমা ব্যবসায়িক কাজে রাঙ্গামাটি শহরে ছিলেন বলে জানা যায়।

এরপর সেনা সদস্যরা আশেপাশের এলাকায় খোঁজ নিয়ে জুয়েল চাকমাকে না পেয়ে ক্যাম্পে ফিরে যায়।

অপরদিকে, গত ১০ নভেম্বর ২০২৪ সকাল আনুমানিক ৯টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালি ইউনিয়নের রাজমনিপাড়া সেনা ক্যাম্প হতে জনৈক সুবেদারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ট্রলার বোট যোগে কাইন্দ্যা এলাকায় টহল অভিযান চালায়। সেখানে ২-৩ ঘন্টা অবস্থান করার পর, সেনাদলটি বাদলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয় এবং সেখানেই রাত্রীযাপন করে। সেনাবাহিনীর এই টহলে জুম্ম গ্রামবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

এছাড়া, গত ৮ নভেম্বর ২০২৪ সকাল আনুমানিক ১০টার দিকে জুরাছড়ির বনযোগীছড়া সেনা জোনের অধীন পাংখোপাড়া সেনা ক্যাম্প হতে জনৈক সুবেদারের নেতৃত্বে ১০-১২ জনের একটি সেনা টহল দল ভিজাকিজিং পাড়া বৌদ্ধ কুঠিরে যায়। এসময় সেনা সদস্যরা বিনানুমতিতে জুতা পায়ে, টুপি পরে বৌদ্ধ কুঠিরে প্রবেশ করে ধর্মীয় পরিহানি করে। পরে ভিজাকিজিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাত্রীযাপন করে পরদিন ক্যাম্পে ফিরে যায়।

More From Author