সুবলং-এ ইউপিডিএফ কর্তৃক গ্রামবাসীদের মোবাইল ছিনতাই

হিল ভয়েস, ৩১ অক্টোবর ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার বরকল উপজেলাধীন ১নং সুবলং ইউনিয়নে চুক্তিবিরোধী ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা দুটি গ্রামের অধিকাংশ গ্রামবাসীদের মোবাইল কেড়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল (৩০ অক্টোবর) প্রথমে বিকেলের দিকে ইউপিডিএফের একদল সশস্ত্র সদস্য সুবলং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তন্যাছড়ি গ্রামে এসে জোর করে অধিকাংশ গ্রামবাসীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এরপর ইউপিডিএফের উক্ত দলটি আজ (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে সুবলং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রূপবান গ্রামে এসে অধিকাংশ গ্রামবাসীর মোবাইল ফোন একইভাবে কেড়ে নিয়ে যায়।

রূপবান গ্রামের যাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, তাদের কয়েকজনের পরিচয় হল- ১. সুশীলাল চাকমা (৪৮), পীং-বিদুঙ্যা চাকমা, ২. মিতা চাকমা (৪২), স্বামী-সুশীলাল চাকমা, ৩. প্রিয় রঞ্জন চাকমা (৪৮), পীং-মৃত যুগিলাল চাকমা ও ৪. রিপা চাকমা (৩৪), স্বামী-কিরণময় চাকমা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মোবাইল ফোনগুলো গ্রামবাসীদের নিকট ফেরত দেওয়া হয়নি বলে জানা গেছে।

More From Author

+ There are no comments

Add yours