জুরাছড়িতে সেনাবাহিনীর টহল, বাড়ি তল্লাসি, হয়রানি

হিল ভয়েস, ৩১ অক্টোবর ২০২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার বিভিন্ন জুম্ম গ্রামে গত ৫ দিন ধরে সেনাবাহিনীর টহল অভিযান চলছে বলে খবর পাওয়া গেছে। টহল অভিযানের ফলে জুম্মদের মধ্যে আতঙ্ক এবং স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

এই টহল অভিযানের সময় গতকাল (৩০ অক্টোবর) সেনাবাহিনী কর্তৃক ১নং জুরাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বারিশ গোলা গ্রামের দুই জুম্মর বাড়িতে ব্যাপক তল্লাসি, জিনিসপত্র তছনছ করা হয়েছে। এছাড়া উক্ত গ্রামবাসীদের মোবাইল কেড়ে নিয়ে ফোনে কার কার সাথে যোগাযোগ রয়েছে তা পরীক্ষা করা হয়েছে।

ভুক্তভোগী দুই গ্রামবাসী হলেন- রূপায়ন চাকমা (৩৫), পীং-রাজ কুমার চাকমা এবং রাজ কুমার চাকমা।

স্থানীয় সূত্র জানায়, গত ২৭ অক্টোবর, জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের বনযোগীছড়া সেনা জোনের ২বীর হতে মেজর মারুফ এর নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি সেনাদল টহল অভিযান শুরু করে। সেনাদলটি ইতোমধ্যে জুরাছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকা হয়ে ৩নং মৈদুং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গবছড়ি গ্রাম এবং এরপর আবার জুরাছড়ি ইউনিয়নের শালবাগান, বীরগু পাড়া, পেকপাড়া ও বনযোগীছড়া ইউনিয়নের বালিশ পাড়া এলাকায় টহল অভিযান চালিয়েছে বলে জানা গেছে।

টহল এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।

More From Author

+ There are no comments

Add yours